লখনউ: মাস তিনেক আগে যখন দুই দল মুখোমুখি হয়েছিল, ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপের (ODI World Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে তখন শ্রীলঙ্কার দাপট। নেদারল্যান্ডসকে দু-দুবার হারিয়ে দিয়েছে দ্বীপরাষ্ট্র (Sri Lanka vs Netherlands)। যার মধ্যে একটি ছিল ফাইনালে। এত একপেশে হয়েছিল সেই ম্যাচ যে, শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরাও হয়তো মনে রাখবেন না।


কিন্তু বিশ্বকাপে একটা ম্যাচ বদলে দিয়েছে পুরো পারিপার্শ্বিক। অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছেন ডাচরা। আর তারপর থেকেই শ্রীলঙ্কা শিবিরেরও চাপে থাকার কথা। ফের যদি জ্বলে ওঠেন ডাচরা?


এখনও পর্যন্ত শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ওয়ান ডে ফর্ম্যাটে পাঁচবার মুখোমুখি হয়েছে। প্রত্যেকবারই জিতেছে শ্রীলঙ্কা। রেকর্ড শ্রীলঙ্কার পক্ষে ৫-০। শ্রীলঙ্কার সর্বোচ্চ ওয়ান ডে স্কোর ৪৪৩-ও উঠেছিল এই নেদারল্যান্ডসের বিরুদ্ধেই। 


বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছিল নেদারল্যান্ডস। তবে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে ছবি বদলে দিয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ছন্দ আর নেই শ্রীলঙ্কার। এমনকী, এশিয়া কাপের ফাইনালিস্টরা এশিয়া কাপের ফর্মও ধরে রাখতে পারেনি। দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড রানব হজম করতে হয়েছিল। পাকিস্তান রেকর্ড রান তাড়া করে জিতেছে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়ে ধসে গিয়েছে শ্রীলঙ্কা। তার ওপর দাসুন শনাকার চোট। সব ওলটপালট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা শিবিরে।



অন্যদিকে প্রোটিয়াদের হারিয়ে টগবগ করছে নেদারল্যান্ডস। কলিন অ্যাকারম্যান, রুল্ফ ফান ডার মারউই ও পল ফান মিকিরেন ফেরায় দলের ভারসাম্য বেড়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার বোলিং ধার হারিয়েছে। ওয়ানিন্দু হাসারাঙ্গার না থাকা যে মহেশ তিকশানাকেও বিবর্ণ করে তুলেছে। তিকশানা নিজেও চোট সারিয়ে ফিরছেন।


শনিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস দুরন্ত ছন্দে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন কুশল পেরেরা। ম্যাচের আগে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে। তিনি খেলতে না পারলে পরিবর্ত হিসাবে তৈরি রাখা হচ্ছে দিমুথ করুণারত্নেকে।


অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন, তাঁদের নিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে নামার সম্ভাবনা ডাচদের। সব মিলিয়ে একটা জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।           



আরও পড়ুন: সম্পূর্ণ ফিট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের একাদশে দেখা যেতে পারে স্টোকসকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial