নয়াদিল্লি: সোমবার রাজধানীর বুকে অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি যখন ক্রিজে গেলেন, ৭২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা (BAN vs SL)। কিছুক্ষণ পরেই সাদিরা সমরাবিক্রমাকে তুলে নেবেন শাকিব আল হাসান। আর ঠিক তার পরের বলেই অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের মহা বিতর্কিত টাইমড আউট। শ্রীলঙ্কার আচমকা ১৩৫/৫ হয়ে যাওয়া।


এই ধাক্কার মুখেও অবিচল থাকলেন চারিথ আসালঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করে ১০৫ বলে ১০৮ রানের লড়াকু ইনিংস খেললেন। ৬টি চার ও ৫টি ছক্কা মেরেছেন আসালঙ্কা। তাঁর লড়াকু ইনিংসের সৌজন্যেই শেষ পর্যন্ত ২৭৯ রান বোর্ডে তুলতে পারল শ্রীলঙ্কা। তবে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি শ্রীলঙ্কা। ৩ বল বাকি থাকতে, ৪৯.৩ ওভারে অল আউট হয়ে যায় দ্বীপরাষ্ট্র।


আসালঙ্কা ছাড়া রান পেয়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও সমরাবিক্রমা। নিশাঙ্কা ৩৬ বলে ৪১ রান করেন। ৪২ বলে ৪১ রান করেন সমরাবিক্রমা। শেষ দিকে ৩৬ বলে ৩৪ রান করেন ধনঞ্জয় ডি'সিলভা। ২২ রান করেন মহেশ তিকশানাও।


বাংলাদেশ বোলারদের মধ্যে তাঞ্জিম হাসান সাকিব ১০ ওভারে ৮০ রান খরচ করলেও নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট শাকিব আল হাসান ও শোরিফুল ইসলামের।


তবে ম্যাচে হইচই পড়ে গিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের আউটের ঘটনায়। ক্রিকেটবিশ্ব তোলপাড়। চর্চার কেন্দ্রে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (BAN vs SL) ম্যাচের একটি ঘটনা। ম্যাচে শাকিব আল হাসানদের (Shakib Al Hasan) আবেদন মেনে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে (Angelo Mathews) টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার। তারপরই হুলস্থূল। স্মরণকালের মধ্যে টাইমড আউটের নজির নেই ক্রিকেটবিশ্বে।


ঘটনাটি শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারের। বল করছিলেন শাকিব নিজেই। তাঁর ওভারের দ্বিতীয় বলে মাহমাদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদিরা সমরবিক্রমা। তারপর ক্রিজে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কিন্তু তাঁর নামতে সামান্য দেরি হয়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ২ মিনিটের মধ্যে ক্রিজে নামতে হবে। তা নাহলে টাইমড আউটের আবেদন করতে পারে ফিল্ডিং দল। কিন্তু সমরবিক্রমা আউট হওয়ার পর ম্যাথিউজ় সেই সময়ের মধ্যে নামেননি। ক্রিজে যাওয়ার আগেই তাঁকে অন্য একটি হেলমেট চাইতে দেখা যায়। যে কারণে টাইমড আউটের আবেদন করেন শাকিব-সহ বাংলাদেশের ক্রিকেটারেরা। আম্পায়াররা নিয়ম মেনে আউটের আবেদনে সাড়া দেন। আউট হয়ে যান ম্যাথিউজ়।


আরও পড়ুন: ODI World Cup Exclusive: ইডেনে জোড়া রিটার্ন গিফট কোহলির, সেঞ্চুরির পর আফগান জালেবির তালে মাঠেই নাচলেন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial