আমদাবাদ: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় ভারত (Ind vs Pak)। সাতবারের সাক্ষাতে সাতবারই জিতেছে টিম ইন্ডিয়া। রেকর্ড বলছে, সেই সাত ম্যাচের মধ্যে ৬ বার জিতেছে প্রথমে ব্যাটিং করা দল। ব্যতিক্রম শুধু সেঞ্চুরিয়ন, ২০০৩। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সেই ম্যাচে পরে ব্যাট করে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে ওয়াসিম আক্রম-শোয়েব আখতারদের বোলিং আক্রমণের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।


সেই ম্যাচের ২০ বছর পর ফের এক ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করবে ভারত। কিন্তু কেন? যেখানে এরকম হাইভোল্টেজ ম্যাচে বেশিরভাগ দল শুরুতে ব্যাট করে বড় স্কোর তুলে প্রতিপক্ষ শিবিরকে চাপে ফেলে দেওয়ার পন্থা নেয়, সেখানে স্রোতের বিপরীতে হাঁটলেন কেন রোহিত?


শনিবার আমদাবাদে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নিজেই কারণ ব্যাখ্যা করলেন রোহিত। বললেন, 'আমরা শুরুতে বোলিং করব। এর চেয়ে বড় ম্যাচ হয় না। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আবহ দুর্দান্ত। আমাদের মধ্যে অনেকেই অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। এখানকার পিচ দুর্দান্ত। দুই ইনিংসেই পিচের চরিত্র খুব একটা বদলাবে না।' যোগ করেছেন, 'পরের দিকে শিশির পড়বে। সেটা বিরাট একটা ভূমিকা নিতে পারে। সেই কারণেই শুরুতে ফিল্ডিং করে নেওয়া। আমরা সেরা পারফরম্যান্স করতে চাই। প্রত্যেক ম্যাচেই মাঠে নেমে সেরাটা দিতে চাই।'


রোহিত আরও বললেন, 'শুভমন খেলছে। ঈশান কিষাণের (Ishan Kishan) পরিবর্তে। ঈশানের জন্য খারাপ লাগছে। যখনই দলের প্রয়োজন হয়েছে, ও সুযোগ পেয়েছে এবং পারফর্ম করেছে। কিন্তু শুভমন দুরন্ত ছন্দে রয়েছে।'


রোহিতের ঘোষণা শুনেই গর্জন করে উঠল গ্যালারি। করবে নাই বা কেন? আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম যে পাঞ্জাবের ক্রিকেটারের ঘরের মাঠ! আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন শুভমন। এই মাঠে দুরন্ত সব ইনিংস রয়েছে। রোহিতও বললেন, 'এই মাঠে ওর দারুণ রেকর্ড।' 


তবে সুযোগ পেলেন না মহম্মদ শামি। সৌরভ গঙ্গোপাধ্যায়, রবি শাস্ত্রী-সহ প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বলছেন, শামিকে অবিলম্বে প্রথম একাদশে ফেরানো উচিত। কেন দুরন্ত কিছু ব্য়াটিং পারফরম্যান্স থাকা না সত্ত্বেও শার্দুল ঠাকুরকে খেলানো হচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। তৃতীয় পেসার হিসাবে খেলানো হচ্ছে সেই শার্দুল ঠাকুরকেই। বাবর আজ়ম ডানিয়েছেন, পাকিস্তান দল অপরিবর্তিত।


আরও পড়ুন: ABP Exclusive: ভারতের জন্যই হয়তো বাবরের সেরা ইনিংসটা তোলা রয়েছে, হুঁশিয়ারি আমিরের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial