কলকাতা: একটা সময় বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটার কে, তা নিয়ে আলোচনা হলেই বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও বাবর আজ়মের সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হতো তাঁর নাম। তিনি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)। শনিবাসরীয় ইডেনে পাকিস্তানের (ENG vs PAK) বিরুদ্ধে যিনি ৭২ বলে ৬০ রান করে ফিরলেন। সেই সঙ্গে গড়ে ফেললেন রেকর্ডও।


ইংল্যান্ডের প্রথম ব্য়াটার হিসাবে বিশ্বকাপের মঞ্চে এক হাজার রান সম্পূর্ণ করলেন রুট। ওয়ান ডে বিশ্বকাপে সব মিলিয়ে ১০৩৪ রান হয়ে গেল ইংরেজ তারকার।


ইংল্যান্ডের গ্রাহাম গুচকে আগেই পেরিয়ে গিয়েছিলেন রুট। গুচের ওয়ান ডে বিশ্বকাপে ৮৯৭ রান রয়েছে। তিনিই ছিলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ইংরেজ তারকা। তবে চলতি বিশ্বকাপে তাঁকে ছাপিয়ে গিয়েছেন রুট।


বিশ্বকাপে ইংরেজ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন বেন স্টোকস। ৭৬৯ রান রয়েছে তাঁর। বিশ্বকাপের আসরে ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে তালিকায় চার নম্বরে জনি বেয়ারস্টো। ওয়ান ডে বিশ্বকাপে ৭৪৭ রান রয়েছে বেয়ারস্টোর। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ইংরেজ ক্রিকেটারদের তালিকায় পাঁচ নম্বরে ইয়ান বেল। ৭১৮ রান রয়েছে বেলের।


ভরা গ্যালারির সামনে শাপমোচন হল এক ইংরেজ তারকার। ইডেন যাঁকে কেরিয়ারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন উপহার দিয়েছিল সাত বছর আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। শেষ ওভারে ১৯ রান প্রয়োজন, ব্যাট করছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কার্লোস ব্র্যাথওয়েট। বোলার বেন স্টোকস। কেউ ঘুণাক্ষরেও ভাবেননি যে, সেই ম্যাচে অত্যাশ্চর্য কাণ্ড ঘটাবেন ব্র্যাথওয়েট। স্টোকসের শেষ ওভারের চার বলে চার ছক্কা। ডাগ আউট থেকে দৌড়ে বেরনো সতীর্থদের দিকে যখন ব্যাট উঁচিয়ে ছুটছিলেন ব্র্যাথওয়েট, পিচের ওপর হাঁটু গেড়ে মাথা নীচু করে বসেছিলেন স্টোকস।


পরে দেশকে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন স্টোকস। জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। কিন্তু ইডেনের সেই জ্বালা কি জুড়িয়েছিল ইংরেজ অলরাউন্ডারের?


ক্ষতে কিছুটা যেন প্রলেপ পড়ল শনিবার। ৭৬ বলে ৮৪ রান করে তিনিই ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার। সঙ্গত করলেন জনি বেয়ারস্টো ও জো রুট। বেয়ারস্টো ৬১ বলে ৫৯ রান করলেন। রুট ৭২ বলে ৬০ রান করে ফিরলেন।


আরও পড়ুন: সোনালি অধ্যায়ের ইতি! আজই হয়তো ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলছেন এক ঝাঁক তারকা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial