সন্দীপ সরকার, কলকাতা: বৃহস্পতিবার একদিকে যখন ৫ নভেম্বরের ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বৈরথ নিয়ে সাজ সাজ রব সিএবিতে, তখন মুম্বইয়ে বল হাতে ধ্বংসলীলা চালাচ্ছিলেন ভারতীয় বোলাররা। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) প্রস্তুতি দেখতে এসে ওয়াংখেড়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ও। টিভির পর্দায় নজর রাখছিলেন। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকেই খোঁজখবর নিচ্ছিলেন ম্যাচের।


শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছে, আর ভারত ৩০২ রানে ম্যাচ জিতেছে, অবিশ্বাস্য লাগছিল ভারতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভের। জিজ্ঞেস করলেন, 'শামি কি শেষ পর্যন্ত ৬টি উইকেট নিল? নাকি ৫টি?' ডানহাতি পেসার ৫ উইকেট নিয়েছেন শুনে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ। 


শামির এদিনের বোলিং পরিসংখ্যান চমকে ওঠার মতো। ৫-১-১৮-৫! চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে ১৪ উইকেট হয়ে গেল বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসারের। বিশ্বকাপের আগে থেকে সৌরভ বলে আসছিলেন, প্রথম একাদশে অবশ্যই খেলানো উচিত শামিকে। যদিও ভারতীয় দল অগ্রাধিকার দিচ্ছিল শার্দুল ঠাকুরকে। শার্দুলের ব্যাটের হাত ভাল, এই যুক্তিতে খেলানো হচ্ছিল। শামিকে অপেক্ষা করে থাকতে হয়েছিল রিজার্ভ বেঞ্চেই।


বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে হার্দিক পাণ্ড্য চোট পাওয়ার পর ছবিটা বদলায়। বোলিংয়ে ভারসাম্য ফেরাতে খেলানো হয় শামিকে। আর মাঠে নেমেই শামি প্রমাণ করেন, তাঁকে বসিয়ে রাখা কতটা ভুল হয়েছিল। ৩ ম্য়াচে ১৪ উইকেট। শামির আগুনে ছারখার হয়ে যাচ্ছে একের পর এক প্রতিপক্ষ।


সৌরভ এবিপি আনন্দকে বলছিলেন, 'আগেই বলেছিলাম, শামিকে খেলানো উচিত। ওকে ছাড়া প্রথম একাদশ ভাবাই যায় না। বোলি দক্ষতায় শার্দুলের চেয়ে অনেক এগিয়ে শামি।' কিন্তু হার্দিক ফিরলে? সৌরভের সাফ জবাব, 'হার্দিক ফিরলে হয়তো একজন ব্যাটসম্য়ানকে বসানো হবে। শামি খেলবেই। এরপর আর ওকে বাইরে রাখার ভুল করবে না দল।'


ভারতীয় দলের পারফরম্যান্সে মুগ্ধ মহারাজ। বলছেন, 'দারুণ ছন্দে রয়েছে গোটা দল। সবাই পারফর্ম করছে।' ৫ নভেম্বর ইডেনে কী হবে? সেদিন তো ভারতের সামনে শক্তিশালী তথা অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা... ভবিষ্যদ্বাণীর রাস্তায় হাঁটলেন না সৌরভ। বললেন, 'ইডেনে ভাল উইকেট। ভাল ম্যাচ হবে।'


আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial