সন্দীপ সরকার, কলকাতা: দিন পাঁচেক আগের ঘটনা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (অধিনা অরুণ জেটলি স্টেডিয়াম) নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করে উঠে বোমা ফাটিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। স্টেডিয়ামে আলোর প্রদর্শনীতে বেজায় চটেছিলেন ম্যাড ম্যাক্স। ৪০ বলে সেঞ্চুরির রেকর্ডও যে বিরক্তি প্রশমন করতে পারেনি। বলেছিলেন, নির্বোধ পরিকল্পনা। এরকম আলোর মেলায় চোখ ধাঁধিয়ে যায়, মাথা যন্ত্রণা করে।


সোমবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) মিউজ়িক সিস্টেমে তারস্বরে যখন বাজতে শুরু করল, 'মাই পেসেন্স ইজ় ওয়েনিং, ইজ় দিস এন্টারটেনিং?', বাবর আজ়মরা এমন হাত পা নেড়ে তেড়েফুঁড়ে উঠলেন যে, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে দাঁড়িয়ে বোঝা গেল, কতটা বিরক্ত হয়েছেন। ছুটে এলেন পাকিস্তানের সাপোর্ট স্টাফ দলের কয়েকজন সদস্য। ইশারায় বোঝাতে থাকলেন, গান বন্ধ করুন। ক্রিকেটারদের মনঃসংযোগে বিঘ্ন ঘটছে। সঙ্গে সঙ্গে বন্ধ হল মউজ়িক সিস্টেম।


কিন্তু সমস্যার সেখানেই শেষ নয়। মিনিট দশ পর ফের একবার মিউজ়িক সিস্টেমে জোরাল গান শুরু হল। ম্যাচের আগের দিন পরীক্ষামূলকভাবে মিউজ়িক সিস্টেম বাজানো হচ্ছিল। সাউন্ড চেক করার জন্য। কিন্তু পাকিস্তান শিবির তাতে বেজায় ক্ষুব্ধ। ফের গান বন্ধ করার জন্য বলা হল। অবশেষে থামল মিউজ়িক সিস্টেম।


বিশ্বকাপে এমনিতেই সরু সুতোয় ঝুলছে পাকিস্তানের (Pak vs Ban) ভাগ্য। টানা চার ম্য়াচ হেরে লজ্জার রেকর্ড গড়েছে পাকিস্তান। এর আগে কোনওদিন বিশ্বকাপে টানা চার ম্য়াচ হারেনি পাকিস্তান। ৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট। খাতায়-কলমে সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য মেনে চলতে হবে কঠিন অঙ্ক। যার একটা অধ্যায় রয়েছে নিজেদের হাতে। আর একটা অধ্যায় অন্য দলের জিম্মায়।


নিজেদের হাতে যা রয়েছে, সেটা হল বাকি তিন ম্য়াচ জিততেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের পারফরম্য়ান্সের ওপর। বিশেষ করে নিউজ়িল্যান্ডকে বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি হারতেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। সব মিলিয়ে জটিল ধাঁধা পাক শিবিরে।


আর এই পরিস্থিতিতে নিজেদের শেষ শ্বেদবিন্দু ঝরিয়ে প্রস্তুতি সারতে চাইছে টিম পাকিস্তান। দলগতভাবে পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে। তিন ম্য়াচের মধ্যে দুটি আবার ইডেনে। কলকাতায় বুকেই নির্ধারিত হয়ে যাবে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য।


আর এই পরিস্থিতিতে মনঃসংযোগে বিন্দুমাত্র ব্যাঘাত চান না বাবররা। ইডেনের মিউজ়িক সিস্টেমকে তাই অচিরেই থামতে হল। যাতে পাকিস্তানের কাপ অভিযানের প্রস্তুতি ধাক্কা না খায়।


আরও পড়ুন: হঠাৎ নিভল স্টেডিয়ামের ফ্লাডলাইট, তারপরই চেঁচিয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা, কে হলেন সেরা ফিল্ডার ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial