সন্দীপ সরকার, কলকাতা: বুধবার বিকেলে তাঁর কালো মার্সিডিজ়টা যখন ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের নীচের পোর্টিকোয় এসে দাঁড়াল, বিরাট কোহলি (Virat Kohli) তখন সত্তরের ঘরে। গাড়ি থেকে নামার পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখে স্মিত হাসি। হবে না-ই বা কেন! ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের (IND vs NZ) বোলিং আক্রমণের ওপর দিয়ে রীতিমতো বুলডোজ়ার চালাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। সৌরভ বললেন, 'সেঞ্চুরি করবে বিরাট।'
তার আধ ঘণ্টার মধ্যে আরব সাগরের তীরে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কীর্তি ভেঙে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি করলেন কোহলি। সেই সঙ্গে কিংগ কোহলি স্পর্শ করলেন মহারাজকীয় এক নজিরও।
ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ২০০৩ বিশ্বকাপ। ডারবানে কিনিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তিন নম্বরে ব্যাট করতে নেমে সৌরভ করেলেন ১১৪ বলে অপরাজিত ১১১ রান। বিশ্বকাপের সেমিফাইনালে সেটাই ছিল কোনও ভারতীয় ক্রিকেটারের করা একমাত্র সেঞ্চুরি। ২০ বছর পর যে কীর্তি স্পর্শ করলেন কোহলি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৩ বলে ১১৭ রান করে ফিরলেন। ৯টি চার ও জোড়া ছক্কায় সাজানো ইনিংস। যা দেখে মুগ্ধ সৌরভও। ইডেনে তাঁকে প্রশ্ন করা হল, আপনার পর তো বিশ্বকাপের সেমিফাইনালে কোনও ভারতীয় ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি?
সৌরভ হাসতে হাসতে বললেন, 'আগেই বলেছিলাম, কোহলি সেঞ্চুরি করবে। ভাল লাগছে আমার পর ও-ও সেমিফাইনালে সেঞ্চুরি করল বলে।' ম্যাচে কী হবে? সৌরভের সহাস্য জবাব, 'ভারত জিতবে, আবার কী! দারুণ ক্রিকেট খেলছে।'
নিউজ়িল্যান্ডের আস্তিনে ডারিল মিচেল, রাচিন রবীন্দ্রর মতো বিগহিটার। যদি রান তাড়া করতে নেমে কোনও চমক দেন কিউয়িরা? অধিনায়ক কেন উইলিয়ামসন ফর্মে। ব্যাটিং গভীরতাও তো অনেক। আট নম্বরে নামা মিচেল স্যান্টনারও বড় শট খেলতে পারেন...
সৌরভ অবশ্য অত যদি-কিন্তুর মধ্যে ঢুকতেই নারাজ। সাফ বলে দিচ্ছেন, 'ওয়াংখেড়ের পিচে নৈশালোকে ব্যাট করা সহজ হবে না। উইকেট যত সময় যাবে, মন্থর হবে। স্ট্রোক খেলা সহজ হবে না। ভারতের হাতে ভাল স্পিনার রয়েছে। পেস বোলিং আক্রমণও ভাল। এই ম্যাচে ভারতই জিতবে।'
আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন