সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তখন তেম্বা বাভুমাদের (Temba Bavuma) প্র্যাক্টিস চলছে জোরকদমে। কুইন্টন ডি'কক কেন নেটে ব্যাটিং অনুশীলন করলেন না, তা নিয়ে জোর চর্চা সর্বত্র। আচমকা দেখা গেল তাঁকে। পরনে সি গ্রিন টি শার্ট। অফ হোয়াইট শর্টস। স্নিকার্স। প্রথমে কথা বললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে। তারপর চেয়ার টেনে বসে পড়লেন মাঠের মধ্যেই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন দলের প্রস্তুতি।


যাঁর কথা বলা হচ্ছে, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৭৩৮৬ আন্তর্জাতিক রান ও ৮২৯ উইকেট! যে রেকর্ড দেখলে ঈর্ষা করবেন যে কোনও ক্রিকেটার।


শন পোলক। দক্ষিণ আফ্রিকার প্রবাদপ্রতিম ক্রিকেটার। আচমকা হাজির হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার প্র্যাক্টিসে। তাও এমন একটি ম্যাচের আগে, যে ম্যাচকে অনেকে বিশ্বকাপের ফাইনালের ড্রেস রিহার্সাল বলে দিচ্ছেন।


খোঁজ নিয়ে জানা গেল, পোলক বিশ্বকাপে একটি চ্যানেলের হয়ে ধারাভাষ্যকারের কাজ করছেন। কিন্তু সে জন্য দক্ষিণ আফ্রিকার প্র্যাক্টিসে হাজির হয়ে যাবেন? তাও আবার তত্ত্বাবধায়কের ভূমিকায়? 


বাভুমাদের শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, পোলক এসেছেন বিশেষ অনুরোধের পর। এসেছেন, দলকে উৎসাহ দিতে। এবং বড় ম্যাচের চাপ সামলানোর পরামর্শ দিতে।


বিশ্বকাপে ভারতের পর যে দলকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তারা হল দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ৬ জয়। সেমিফাইনাল কার্যত নিশ্চিত। অনেকেই বলছেন, এত শক্তিশালী দক্ষিণ আফ্রিকা দল ইদানীং দেখা যায়নি। কিন্তু তার পরেও, গা থেকে ওঠেনি চোকার্স তকমা। বিশ্বকাপ মানেই যেন সেই এক চিত্রনাট্য। চোকার্স বদনাম। টুর্নামেন্টের শুরু থেকে প্রতিপক্ষদের উড়িয়ে দেবেন প্রোটিয়ারা, আর নক আউটে আচমকা মুখ থুবড়ে পড়বে দল, এ যেন ক্রিকেটবিশ্বের নিয়ম হয়ে গিয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে এসেও বাভুমাকে চোকার্স তকমনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল। হবে নাই বা কেন! চলতি বিশ্বকাপেই তো নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ার তিক্ত স্মৃতি রয়েছে দক্ষিণ আফ্রিকার।


আর সেই কারণেই ডাক পড়েছে পোলকের। অভিজ্ঞতার ঝুলি উপুড় করে যাতে তিনি দলকে মানসিকভাবে চাঙ্গা রাখতে পারেন। বড় ম্যাচে কীভাবে সফল হতে হয়, তার মন্ত্র যেন বাতলে দিতে পারেন। দক্ষিণ আফ্রিকার প্র্যাক্টিসে শনিবার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে জ্বলজ্বল করলেন পোলকই।


পোলক-মন্ত্রে কী ইডেনে ভারতের অশ্বমেধ থামাতে পারবেন প্রোটিয়ারা?


আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial