প্রকাশ সিনহা, কলকাতা : রেশন দুর্নীতিকাণ্ডে ( Ration Scam ) ফের জ্যোতিপ্রিয় মল্লিকের ( Jyotipriya Mallik ) প্রাক্তন আপ্ত সহায়ককে তলব করেছে ED। রেশন বন্টন-দুর্নীতিতে ইডির দাবি, তাদের হাতে এসেছে রহস্য়ে মোড়া মেরুন ডায়েরি। ইডি সূত্রে দাবি,সেই ডায়েরির উপরে লেখা ছিল বালুদা। যার পাতায় পাতায় লেখা রয়েছে নাকি বিপুল লেনদেনের হিসেব। আদালতে ইডির আইনজীবী দাবি করেছিল, ডায়েরির পাতায় যে তথ্য মিলেছে তা নাকি চমকে দেওয়ার মতো। এবার সেই তথ্যর ভিত্তিতেই জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে সম্পূর্ণ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ED।
সূত্রের খবর, সোমবারের মধ্যে অভিজিৎ দাসকে সম্পূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে। ED-র দাবি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের হাওড়ার ব্যাঁটরার বাড়িতে যে মেরুন ডায়েরি মিলেছিল, তাতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তার ভিত্তিতে অভিজিতকে দিনপাঁচেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ED-র দাবি, জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মেলে। তার ভিত্তিতেই জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে এবার সম্পূর্ণ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ED।
২০১১ সালে খাদ্যমন্ত্রী হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক হন অমিত দে। ED-র দাবি, নামে-বেনামে প্রচুর সম্পত্তি অমিতের নামে, আছে রিসর্টও। রেশন দুর্নীতির টাকায় ঢুকেছে অমিতের অ্যাকাউন্টে, দাবি ED-র।
গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী ঘনিষ্ঠ হাওড়ার ব্যাটরার বাসিন্দা অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতেই হদিশ মেলে মেরুন ডায়েরির। শুক্রবার আদালতে, ইডির আইনজীবী বিচারককে বলেন, একটি ডায়েরির হদিশ মিলেছে। তাতে যা তথ্য মিলেছে, তা চমকে দেওয়ার মতো। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী চিৎকার করতে শুরু করেন, যে কীসের ডায়েরি? তখন, মোবাইল ফোনে ইডির আইনজীবী একটি মেরুন ডায়েরির ছবি দেখান। ৩টি কোম্পানিরও উল্লেখ করেন ইডির আইনজীবী।
সারদাকাণ্ডের সময় আলোচনা হত 'লাল ডায়েরি' নিয়ে, আর, এখন রাজনীতি আলোড়িত হচ্ছে 'মেরুন ডায়েরি' ঘিরে।
আরও পড়ুন :
আটা কল থেকে রাতারাতি সল্টলেকের হোটেলের মালিক ! রেশন দুর্নীতিতে ইডির হানা বনগাঁয়
গত শনিবার মেরুন ডায়েরি সংক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির দাবিকে হাতিয়ার করে কটাক্ষ পোস্ট করেন সুকান্ত মজুদার। সোশাল মিডিয়ায় বিজেপি রাজ্য সভাপতির পোস্ট, রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক। কে নিয়েছে? কত নিয়েছে? কবে নিয়েছে? তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি 'বালুদা' লেখা মেরুন ডায়েরি? সোশাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি।