ভুবনেশ্বর: সামনেই হকি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে নামার আগেই ভারতীয় দলের সদস্যদের উদ্দেশে বড় বার্তা দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি জানিয়েছেন, যদি ভারতীয় দল হকি বিশ্বকাপ জেতে, তবে দলের প্রত্যেক সদস্যকে ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। 


বৃহস্পতিবার রাউরকেল্লায় বীরসা মুণ্ডা হকি স্টেডিয়ামে গেমস ভিলেজের উদ্বােধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ৯ মাস ধরে এই গেমস ভিলেজ নির্মিত হয়েছে। মোট ২২৫টি রুম রয়েছে। উল্লেখ্য, গ্রুপ ডি-তে রয়েছে ভারতীয় দল। তাঁদের সঙ্গে একই গ্রুপে রয়েছে স্পেন, ইংল্যান্ড ও ওয়েলস। ইতিমধ্যেই ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। আগামী ১৩ জানুয়ারি স্পেনের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রাউরকেল্লায় এই দুটো ম্যাচ খেলবে ভারত। এরপর তারা ভুবনেশ্বর উড়ে যাবে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলার জন্য। ওয়েলসের বিরুদ্ধে নামবে গ্রুপের শেষ ম্য়াচে ভারত। আগামী ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি নক আউট পর্বের ম্যাচ হবে। ২৫ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ও ২৭ জানুয়ারি সেমিফাইনাল রয়েছে। ব্রোঞ্জ মেডেল ম্য়াচ ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ২৯ জানুয়ারি।


পেলের মৃতদেহের সামনে সেলফি


প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে। তাঁকে শেষ একবার দেখার জন্য, শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ভিড় ভেঙে পড়েছে ব্রাজিলে। আর তারই মাঝে ফিফা প্রেসিডেন্টের একটি কাজ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেল।


৮২ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। যার জেরে প্রবলভাবে নিন্দিত হচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এমন এক কান্ড ঘটিয়েছেন তিনি যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে গোটা ফুটবল বিশ্ব। 


কী করেছেন তিনি?


পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর শবদেহ ২৪ ঘণ্টার জন্য ভিলা বেলমিরোতে রাখা হয়েছিল। গোটা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত এসেছিলেন পেলেকে শেষবার দেখতে। কফিনের ভেতরে পেলের মরদেহের মুখ অনাবৃত রাখা হয়েছিল। যাতে তাঁর ভক্তরা একবার প্রিয় মহাতারকার মুখ শেষবারের মতো দেখতে পান।