কলকাতা: এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের চার গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiants)। সেই ওডিশা এফসি (Odisha FC) ফিরতি লিগে তাদের বিরুদ্ধে ৫-২-এ জিতে এশীয়স্তরের অন্যতম সেরা ক্লাব টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে দিল সবুজ-মেরুন বাহিনীকে।

সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরুতে গোল করে এগিয়ে যাওয়া সত্ত্বেও সেই ব্যবধান ধরে রাখতে পারল না মোহনবাগান এসজি। এই ম্যাচে জিতে ওডিশা এফসি উঠে এল এএফসি কাপের ডি গ্রুপের দু’নম্বরে। এ দিন আগের ম্যাচে ঢাকার বসুন্ধরা কিংস নিজেদের মাঠে মলদ্বীপের মাজিয়া এসআরসি-কে ২-১ গোলে হারিয়ে গ্রুপশীর্ষেই থেকে গেল।

শেষ রাউন্ডে বসুন্ধরা ও ওডিশা মুখোমুখি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ১১ ডিসেম্বর সেই ম্যাচে জিতলে বা ড্র করলে বসুন্ধরাই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে চলে যাবে। কিন্তু ওডিশা জিতলে তারাই এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠবে। মোহনবাগান শেষ ম্যাচে মাজিয়া এসআরসি-কে হারালেও গ্রুপসেরা হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার আর কোনও আশা রইল না তাদের। 


ম্যাচের ১৭ মিনিটের মাথায় গোল করে মোহনবাগান এসজি-কে এগিয়ে দেন হুগো বুমৌস। কিন্তু ২৯ ও ৩২ মিনিটের মাথায় পরপর গোল করে তাদের পাল্টা চাপে ফেলে দেন যথাক্রমে প্রাক্তন সবুজ-মেরুন তারকা রয় কৃষ্ণ ও দিয়েগো মরিসিও। ৪১ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন ওডিশার সাই গদার্ড। ৬৩ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন মোহনবাগানের পরিবর্ত স্ট্রাইকার কিয়ান নাসিরি। কিন্তু ম্যাচের শেষে বাড়তি সময়ে পরপর দুটি গোল করে ওডিশার জয় সুনিশ্চিত করেন দুই সুপারসাব অনিকেত যাদব ও ইসাক ভানলালরুয়াতফেলা।  


উল্লেখ্য়, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ওডিশা দুর্দান্ত ফর্মে রয়েছে। এএফসি কাপে মাজিয়াকে পরপর দুই ম্যাচে হারানো ছাড়াও আইএসএলে চার দিনের ব্যবধানে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি-কেও হারায় তারা। ফলে তাদের সম্পর্কে যথেষ্ট উচ্চ ধারণা পোষণ করে ফেরান্দো ম্যাচের আগে বলেছিলেন, ''ওরা সম্প্রতি খুবই ভাল ফল করছে। ভাল ফুটবল খেলে পরপর চারটে ম্যাচে জিতেছে। প্রথম ম্যাচের চেয়ে ওদের ড্রেসিংরুমের পরিবেশ অনেক বদলে গিয়েছে। ওরা দ্বিতীয়ার্ধে খেলার ফল বদলে দিচ্ছে। এর অর্থ, ওদের পরিকল্পনা, সিস্টেমের প্রতি ওদের যথেষ্ট আস্থা রয়েছে। তাই এই ম্যাচটা সম্পুর্ণ আলাদা। আমাদের কাছে বেশ কঠিন ম্যাচ। ওদের হারাতে গেলে আমাদের অনেক কিছুই নিয়ন্ত্রণে রাখতে হবে।'' যদিও শেষ পর্যন্ত ম্যাচে হারতেই হল সবুজ মেরুন বাহিনীকে।                                                                                                                                                                       তথ্য সংগ্রহ- আইএসএল