সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ খেতাব জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও স্পেনের মহিলা ফুটবল দল। ৯০ মিনিটের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসিটা হাসল স্পেনই। নাটকীয় ম্যাচে ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল স্প্যানিশ দল। স্পেনের হয়ে দলের অধিনায়ক ওলগা কারমানোই ম্যাচের একমাত্র গোলটি করেন। প্রথমার্ধের ২৯ মিনিটেই স্পেন অধিনায়ক ওলগা ম্যাচের একমাত্র গোলটি করেন।


দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। বরং স্পেন একটি পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি বাঁচিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক। শেষমেশ ১-০ গোলেই ম্যাচ জিতে নেয় স্প্যানিশ ফুটবল দল। প্রথমবার বিশ্বকাপ খেতাবও ঘরে তোলে স্পেনের মহিলা ফুটবল দল।


 






সফলতম ফুটবলার মেসি


আর্জেন্তিনার (Argentina) বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার ক্লাব ফুটবলেও ফের সাফল্য পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। লিগস কাপের (Leagues Cup 2023) ফাইনালে জয় ইন্টার মায়ামির (Inter Miami)। একেবারের রুদ্ধশ্বাস ম্যাচ। নির্ধারিত সময়ে ১-১ ড্র হয়েছিল খেলা। এরপর টাইব্রেকারে ১০-৯ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আমেরিকার এই ফুটবল ক্লাবটি। এদিন খেলার শুরুতে প্রথমার্ধে ২৩ মিনিটের মাথায় মেসির গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। আমেরিকার ফুটবল ক্লাবে যোগ দেওয়ার পর থেকে এই নিয়ে ৭ ম্যাচে ১০ গোল করে ফেললেন তিনি। খেলার শুরু থেকেই প্রতিপক্ষ নাশভিল চাপে রাখার চেষ্টা করেছিল তুলনায় অনেকটাই শক্তিধর ইন্টার মায়ামিকে। কিন্তু লিও মেসিকে আটকাতে পারেনি নাশভিল। আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে মেসি ২৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি বক্সের কাছে চলে যান। সেখানে ডি বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের শটে গোল করেন লিও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মেসির গোলে লিগস কাপ জয় ইন্টার মায়ামির, কেরিয়ারের ৪৪ তম ট্রফি জিতলেন আর্জেন্তাইন সুপারস্টার