মায়ামি: আর্জেন্তিনার (Argentina) বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার ক্লাব ফুটবলেও ফের সাফল্য পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। লিগস কাপের (Leagues Cup 2023) ফাইনালে জয় ইন্টার মায়ামির (Inter Miami)। একেবারের রুদ্ধশ্বাস ম্যাচ। নির্ধারিত সময়ে ১-১ ড্র হয়েছিল খেলা। এরপর টাইব্রেকারে ১০-৯ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আমেরিকার এই ফুটবল ক্লাবটি। এদিন খেলার শুরুতে প্রথমার্ধে ২৩ মিনিটের মাথায় মেসির গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। আমেরিকার ফুটবল ক্লাবে যোগ দেওয়ার পর থেকে এই নিয়ে ৭ ম্যাচে ১০ গোল করে ফেললেন তিনি। খেলার শুরু থেকেই প্রতিপক্ষ নাশভিল চাপে রাখার চেষ্টা করেছিল তুলনায় অনেকটাই শক্তিধর ইন্টার মায়ামিকে। কিন্তু লিও মেসিকে আটকাতে পারেনি নাশভিল। আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে মেসি ২৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি বক্সের কাছে চলে যান। সেখানে ডি বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের শটে গোল করেন লিও।
খেলার প্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠা নাশভিল সমতা ফেরায় ম্যাচে। কর্নার থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন ফাফা পিকাল্ট। আর তাতেই খেলায় সমতায় ফেরে নাশভিল। বাকি সময়টা ২ দলই বারবার প্রতিপক্ষের বক্সে আক্রমণ শানালেও কোনও দলই গোল করতে পারেনি। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও লড়াই হয় শেয়ানে শেয়ানে। শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে ম্যাচ জিতে যায় ইন্টার মায়ামি। টুর্নামেন্টে ১০ গোল করায় গোল্ডেন বুট অ্য়াওয়ার্ড জিতেছেন মেসি। ৩৫ বছরের তারকা স্ট্রাইকারের কেরিয়ারে এই নিয়ে ৪৪ তম ট্রফি জয় এটি। পিএসজি ছাড়ার আগে ফরাসি ক্লাবটির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছিলেন। এবার ইন্টার মায়ামিতে যোগ দিয়েই সেই ক্লাবকে প্রথম ট্রফি এনে দিলেন আর্জেন্তাইন সুপারস্টার। মেজর লিগ সকালে এখনও খেলতে নামেননি মেসি। তবে যেই ছন্দে তিনি আছেন, তাতে ইন্টার মায়ামি আশাবাদী হতেই পারে ট্রফি জয়ের ক্ষেত্রে।