রাঁচি: বৈষম্য়মূলক মন্তব্যের জেরে ক্রিকেট থেকেই নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। বেশ কিছুদিন ২২ গজ থেকে দূরে ছিলেন তিনি। ফিরে এসেছিলেন ক্রিকেট, কিন্তু চোট আঘাত তাঁকে মাঝে মাঝেই ভুগিয়েছে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও প্রথম তিন টেস্টে একাদশে সুযোগ পাননি। অবশেষে রাঁচিতে মার্ক উডের (Mark Wood) বদলে একাদশে ঢুকে পড়েছেন ওলি রবিনসন (Ollie Robinson)। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের ত্রাতা হয়ে উঠতে পারবেন রবিনসন? স্টোকস, ম্য়াকালাম বাহিনী কিন্তু সেই আশাই রাখছেন। 


তৃতীয় দিনের শেষে ব্যাট হাতে ৩১ রান করে অপরাজিত রয়েছেন রবিনসন। রুটের সঙ্গে যোগ্য সহায়তা করেছেন ইতিমধ্যেই। কিন্তু বল হাতে আসল কাজ বাকি। অ্যান্ডারসনের সঙ্গে নতুন বলে জুটি বাঁধবেন। হায়দরাবাদ টেস্টের চতুর্থ ইনিংস বাদ দিলে আগের তিন ম্য়াচে ইংল্যান্ডের বোলিং অ্যাটাককে ভীষণ দুর্বল মনে হয়েছে। রবিনসনকে আত্মবিশ্বাস জোগাচ্ছে এর আগে ভারতের বিরুদ্ধে টেস্টে বিরাটের উইকেট। যদিও সেটি ছিল ইংল্যান্ডের পরিবেশ ও ইংল্যান্ডের মাঠ। এই সিরিজে বিরাট নেই। তবুও ভারতের তরুণ ব্যাটাররাই নাকানিচোবানি খাওয়াচ্ছেন ইরেজ বোলিং ইউনিটকে। অ্য়ান্ডারসনের মত বোলারকেও হতাশ লেগেছে আগের টেস্টে। 


উপমহাদেশের পিচে এর আগেও ভাল পারফর্ম করেছেন রবিনসন। ২০২২ সালে ইংল্যান্ডের পাকিস্তান সফরে মুলতান টেস্টে ২ বার বাবর আজমে ফিরিয়েছিলেন রবিনসন। ৬ ফুট ৫ ইঞ্চির উচ্চতা অন্য বোলারদের থেকে কোথাও রবিনসনকে আলাদা করেছে অন্যদের থেকে। 


চতুর্থ টেস্টের প্রথম দিনের প্রথম দুটো সেশন যদি ভারতের হয়। তবে শেষ সেশন অবশ্যই ইংল্যান্ডের। ৭ উইকেট খোয়ালেও তাঁরা বোর্ডে তিনশোর বেশ রান তুলে ফেলেছে। ইংল্যান্ডের জার্সিতে সর্বাধিক আন্তর্জাতিক রানের মালিক হয়েছেন জো রুট। তিনি শতরানও হাঁকিয়েছেন এই ম্য়াচে। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে বল হাতে দলকে ভরসা জোগালেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। কিন্তু এবার রানের ক্ষরা কাটল রুটের। প্রথম দিনের শেষে ১০৬ রান করে অপরাজিত রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।


অন্য়দিকে ভারতীয় দলের জার্সিতে প্রথম টেস্ট খেলতে নেমেই নজর কাড়লেন আকাশ দীপ। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আকাশ দীপ প্রথম দিনের প্রথম সেশনেই তিন উইকেট তুলে নেন। প্রথম দিনে ভারতের অন্য বোলারদের মধ্যে সিরাজ ২টো, অশ্বিন ১টি, জাডেজা ১টি করে উইকেট নেন।