কলকাতা: টোকিও অলিম্পিক্সে ভারোত্তোলনে পদক জিতেছিলেন সাইখম মীরাবাঈ চানু। দেশকে উপহার দিয়েছিলেন গর্ব করার মতো মুহূর্ত। তবে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) ভারোত্তোলনে ভারতকে খালি হাতেই ফিরতে হয়েছে। চানু নিজে পদক আশা জাগিয়েও অল্পের জন্য চতুর্থ হয়েছেন।


ভারোত্তোলনে ভারতের ভবিষ্যতের রূপরেখা কি তৈরি হবে কলকাতার বুকে? ভারোত্তোলনে ভারতীয়রা বিশ্বের সেরাদের সঙ্গে পাল্লা দিতে পারেন কি না, সেই ইঙ্গিত কি কিছুটা পাওয়া যাবে তিলোত্তমায়?


কলকাতায় শুরু হল ৫০তম জাতীয় সিনিয়র ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ (National Powerlifting Championship)।‌ টুর্নামেন্টের এবার সুবর্ণ জয়ন্তী। তবে এই প্রথমবার প্রতিযোগিতা হচ্ছে কলকাতায়। ২০ অগাস্ট শুরু হয়েছে। টুর্নামেন্ট চলবে ২৫ অগাস্ট পর্যন্ত। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলবে প্রতিযোগিতা।


মোট ২৫৮ জন পাওয়ারলিফটার অংশ নিচ্ছেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে। তাঁদের মধ্যে ১৫৬ জন পুরুষ ও ১০৩ জন মহিলা পাওয়ারলিফটার। অন্যান্য রাজ্যের প্রতিযোগীর পাশাপাশি রেলওয়েজ, বিএসএনএলের মতো অফিস দলগুলোও টুর্নামেন্টে অংশ নিয়েছে। সামনেই রয়েছে পাওয়ার লিফটিংয়ের বিশ্বচ্যাম্পয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলির দল বাছাইয়ের জন্যও কলকাতায় অনুষ্ঠিত এই পাওয়ারলিফটিং টুর্নামেন্টের দিকে নজর থাকবে সকলের।


আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা ভেবে নিজেদের সেরাটাই দিতে চাইবেন প্রতিযোগীরা। মঙ্গলবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় পাওয়ারলিফটিং ফেডারেশনের সভাপতি সতীশ কুমার এবং বেঙ্গল পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন কলকাতার ময়দানের সঙ্গে যুক্ত অন্যান্যরা। 


ভারতীয় পাওয়ারলিফটিং ফেডারেশনের সভাপতি সতীশ কুমার বলেছেন, 'অলিম্পিক্সের নন ইকুইপড বিভাগে অংশ নেওয়ায় কথা ভাবছে ভারতীয় পাওয়ারলিফটিং ফেডারেশন।' পরের পাঁচ দিনে পাওয়ার লিফটারদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকবে কলকাতা।


দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছেন মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, কেরল, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর, তেলঙ্গনা, কর্নাটক, ছত্তীসগঢ়, অসম, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, বিহার, গোয়া ও অন্যান্য রাজ্যের পাওয়ার লিফটাররা।


কলকাতার এই প্রতিযোগিতায় ২০ জন বিশেষভাবে সক্ষম পাওয়ারলিফটারও অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে জমজমাট ভারোত্তোলনের লড়াই দেখার অপেক্ষায় বাংলার ক্রীড়াপ্রেমীরা।            


আরও পড়ুন: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা