প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) ১২তম দিনের শুরুটা যেখানে ভারতের জোড়া পদকজয়ের স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল, সেখানে দিন যতই এগোচ্ছে, ততই একের পর এক হতাশাজনক খবর আসছে। বিনেশ ফোগতের ৫০ কেজি বিভাগের কুস্তির ফাইনালে নামার সুযোগ হাতছাড়া হয়েছে। বাড়তি ওজনের জন্য বাতিল হয়েছেন তিনি। ৫৩ কেজি বিভাগে লড়াই করা অন্তিম পাংহালও (Antim Panghal) খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে। ভারতীয় টেবিল টেনিস দলের প্যারিস অলিম্পিক্স সফরও শেষ হয়ে গেল।
ভারতের পদক জয়ের বড় আশা ছিলেন অন্তিম পাংহাল। গত বছর অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়ন জিতেছিলেন তিনি। এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকও আসে তাঁর ঝুলিতে। প্যারিসে নিজের প্রথম অলিম্পিক্সে তাই অনেক আশা নিয়েই নেমেছিলেন তিনি। তবে প্রথম রাউন্ডেই তুরস্কের জ়েইনেপ ইয়েতগিলের বিরুদ্ধে একপেশে ম্যাচে ০-১০ পরাজিত হন প্রতিযোগিতার চতুর্থ বাছাই।
প্রথম থেকেই তুরস্কের অবাছাই কুস্তিগীরের বিরুদ্ধে রক্ষণাত্মক মেজাজেই শুরুর করেছিলেন অন্তিম। অন্তিমকে সফলভাবে টেকডাউন করেন জ়েইনেপ। প্রথম মিনিটেই চার পয়েন্টে এগিয়ে যান তিনি। পরবর্তী কয়েক সেকেন্ডে আরও ছয় পয়েন্ট জিতে নিয়ে মাত্র ৯০ সেকেন্ডেই বাউট জিতে নেন তুরস্কের কুস্তিগীর। তবে এই ম্যাচে পরাজয় সত্ত্বেও অন্তিমের ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা ছিল। তবে জ়েইনেপ পরের রাউন্ডে পরাজিত হতেই অন্তিমের রেপেশাঁর মাধ্যমে ব্রোঞ্জ জয়ের আশাও শেষ হয়ে যায়।
অপরদিকে, গতকাল চিনের বিরুদ্ধে পরাজিত হয়ে গতকালই ভারতীয় পুরুষ টেবিল টেনিস দলের সফর শেষ হয়ে গিয়েছিল। মহিলাদের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও পরাজিত হতে হল মণিকা বাত্রা, শ্রীজা আকুলাদেরও। জার্মানির বিরুদ্ধে ১-৩ স্কোরলাইনে হারতে হল ভারতীয় প্যাডলারদের।
প্রথম ম্যাচে ডাবলসে অংশগ্রহণ করেন শ্রীজা আকুলা ও অর্চনা কামাথ। ৫-১১, ১১-৮, ১০-১২, ৬-১১ স্কোরলাইনে পরাজিত হয় তাঁরা। মণিকা বাত্রাও নিজের প্রথম গেম জিতে বাকি তিন গেম হারায় ম্যাচ হারেন। ২-০ এগিয়ে যায় জার্মানি। অর্চনা দুরন্ত লড়াই করে ১৯-১৭, ১-১১, ১১-৫, ১১-৯ স্কোরলাইনে নিজের সিঙ্গেলস ম্যাচে পরাজিত হন। তবে শ্রীজা স্ট্রেট গেমে পরাজিত হওয়ায় ভারতের সেমিফাইনালে পৌঁছনোর আশা শেষ হয়ে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিনেশকে বাতিল করার বিরুদ্ধে আবেদন ফেডারেশনের, কুস্তিগীরের শারীরিক অবস্থার আপডেট দিলেন ডাক্তার