নয়া দিল্লি: স্বপ্নভঙ্গ ভিনেশের, শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন বিনেশ ফোগত। ১০০ গ্রাম ওজন বেশি অলিম্পিক্স থেকে বাতিল করা হল ভারতীয় তারকা কুস্তিগীরকে। এই বিষয়ে এবার উত্তাল হল সংসদ। বিনেশের পাশে থেকে সবরকমের আশ্বাস দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। 


এদিন সংসদে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, 'আজ বিনেশ ফোগতের ওজন ছিল ৫০ কেজি ১০০ গ্রাম। এই কারণে তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়েছে অলিম্পিক্সের মঞ্চ থেকে। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ব কুস্তিগির সংস্থায়।  IOA প্রেসিডেন্ট পিটি ঊষা বর্তমানে প্যারিসে রয়েছেন। এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদি ইতিমধ্যেই পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন। তাঁকে বলা হয়েছে অবিলম্বে দ্রুত পদক্ষেপ করতে। ভারত সরকার তাঁকে সবরকমের সাহায্য প্রদান করবে।' 






এদিকে, অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরই হাসপাতালে ভর্তি বিনেশ ফোগত। ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি বলে সূত্রের খবর। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ৫০ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ফোগত। 


ডিসকোয়ালিফাই হওয়ার পর বিনেশ ফোগতের পাশে প্রধানমন্ত্রী। বিনেশ, তুমি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন। দেশের গৌরব, প্রত্যেক ভারতীয়ের কাছে অনুপ্রেরণা। আজকের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তবে, আমরা এটাও জানি সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে তুমি ঘুরে দাঁড়াবেই, লিখেছেন প্রধানমন্ত্রী। 


ভিনেশ অলিম্পিক্স থেকে ছিটকে যেতেই দুঃখপ্রকাশ করে পোস্ট প্রধানমন্ত্রী। এমনিই বাতিল, নাকি জিতলে মোদি কোম্পানির মুখ পুড়ত? প্রশ্ন কুণালের। লোকসভায় সরব বিরোধীরা।



শুধু প্যারিসের রিংয়ে নয়, লড়াইটা চলছিল গত কয়েক বছর ধরে। ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন বিনেশ। ঝড়, জল উপেক্ষা করে যন্তর মন্তরে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সঙ্গে প্রতিবাদ আন্দোলন করে গিয়েছেন মাসের পর মাস। প্রশাসনের রক্তচক্ষু, পুলিশের লাঠির বাড়িও টলাতে পারেনি তাঁর আত্মপ্রত্যয়। 


বিনেশদের আন্দোলনের জেরে গদি ছাড়তে হয় ব্রিজ ভূষণকে। যদিও কুস্তি সংস্থার ক্ষমতা তাঁর কুক্ষিগত থেকেই গেছে। এই বিতর্ক-আন্দোলন প্রভাব ফেলেছিল অলিম্পিক্সের প্রস্তুতিতেও। তবুও দাঁতে দাঁত চেপে লড়ে প্যারিসের যোগ্যতা অর্জন করেছিলেন বিনেশ। প্যারিস অলিম্পিক্সের রিংয়ে তিনি অপ্রতিরোধ্য ছিলেন। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে