টোকিও: টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত। ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু।


মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।


ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তোলার চেষ্টা করেছিলেন মীরাবাঈ চানু। কিন্তু ব্যর্থ হন। তবু রুপোর পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি। ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন চিনের হাউ ঝিহুই। স্ন্যাচে ৯৪ কেজি ওজন তুলে অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলেও অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে ২১০ কেজি ওজন তোলেন চিনের ভারত্তোলক। যা অলিম্পিক্স রেকর্ড।


২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মীরাবাঈ চানু। তারপর থেকেই অলিম্পিক্সে তাঁকে পদক জয়ের দৌড়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। চানু দেখিয়ে দিলেন, তাঁর ওপর ভরসা করে ভুল কিছু করেননি বিশেষজ্ঞরা। এর আগে ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। তাঁর ২১ বছর পর পদক জিতলেন চানু।


শনিবার স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪- কেজি ও দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭ কেজি ভরোত্তলন করেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ কেজি ও দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ভারোত্তলন করেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ১১৭ কেজি তোলার চেষ্টা করেও সফল হননি। সফল হলেও সোনা জয়ের সুযোগ ছিল না। কারণ চিনের ঝিহুই অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জয় নিশ্চিত করেন।


এদিন হকিতে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারায় ভারত। তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) কাছে ৬-২ ব্যবধানে হেরে গেলেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদব।