টোকিও: সকালটা শুরু হয়েছিল আশার আলো ছড়িয়ে। চিনা তাইপের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদব। তবে পদক সম্ভাবনা তৈরি হতে হতে যেন হারিয়ে গেল। কারণ, কোয়ার্টার ফাইনালে কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) কাছে ৬-২ ব্যবধানে হেরে গেলেন দীপিকা ও প্রবীণ।


কোয়ার্টার ফাইনালে হতাশ করেছেন দীপিকা। একটিও তির থেকে দশ পয়েন্ট অর্জন করতে পারেননি ভারতের সেরা মহিলা তিরন্দাজ। প্রবীণ যাদব দুবার দশ পয়েন্ট করে পেলেও ফাইনাল সেটে ৬ পয়েন্ট পান।


কোরিয়ার আন সান ও কিম জি ডিওক জুটি স্পষ্টতই ফেভারিট ছিলেন। তিরন্দাজিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোরিয়া। দীপিকাদের পদক জিততে হল তাই কোরিয়াকে হারাতেই হতো। তবে কোয়ার্টার ফাইনালেই মিক্সড ইভেন্টে লড়াই থেমে গেল দীপিকাদের।


তার আগে চিনা তাইপের বিরুদ্ধে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন দীপিকা ও প্রবীণ। চূড়ান্ত সেটে ৫-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। তিরন্দাজির মিক্সড টিম এলিমিনেশন রাউন্ডে শনিবার ভারতীয় সময় সকাল ৬টায় দীপিকা ও প্রবীণের প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের চিন চান ট্যাং ও চিয়া এন লিং। প্রথম সেটে চিনা তাইপে ৩৬-৩৫ ব্যবধানে জিতে নেয়। চারটি শটে চিনা তাইপের প্রতিনিধিরা ৯, ৯, ৮ ও ১০ পয়েন্ট স্কোর করে। সেখানে ভারতের দুই তিরন্দাজ ৮, ১০, ৮ ও ৯ পয়েন্ট স্কোর করেন। দ্বিতীয় সেট টাই হয়। তৃতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভারত। পরপর চারটি পারফেক্ট টেন স্কোর করেন দীপিকা ও প্রবীণ। ভারত ৪০ পয়েন্টের মধ্যে ৪০ পয়েন্টই পায়। অন্যদিকে চিনা তাইপের স্কোর দাঁড়ায় ৮, ১০, ৭ ও ১০। সব মিলিয়ে ৩৫ পয়েন্ট। এবং তৃতীয় সেট জিতে সমতা ফেরায় ভারত। চতুর্থ তথা নির্ণায়ক সেট ৩৭-৩৬ পয়েন্টে জিতে নিয়েছিল ভারত।


তবে কোরিয়ার কাছে হেরে মিক্সড টিম ইভেন্ট থেকে খালি হাতেই ফিরতে হল দীপিকা-প্রবীণকে।