India vs Argentina, Women's Hockey LIVE: সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, লড়াই করেও হার ভারতীয় মহিলা হকি দলের

পুরুষদের হকিতে স্বপ্নভঙ্গ হয়েছে। এবার মহিলা হকিতে রানি রামপলদের ওপর প্রত্যাশা পারদ বেড়েছে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠল ভারতের মহিলা হকি দল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Aug 2021 05:05 PM

প্রেক্ষাপট

টোকিও: হকিতে ইতিহাস গড়েছিলেন ভারতের মহিলারা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছিল ভারতের মহিলা হকি দল। সেই অস্ট্রেলিয়া, যারা সোনা জয়ের প্রধান দাবিদার ছিল এবং পুল এ-র...More

India vs Argentina, Women's Hockey LIVE: মহিলা হকি দলের কোচ ও অধিনায়কের সঙ্গে ফোনে কথা মোদির

মহিলা হকি দলের কোচ সুর্ড মারিন ও অধিনায়ক রানি রামপালের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।