India vs Argentina, Women's Hockey LIVE: সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, লড়াই করেও হার ভারতীয় মহিলা হকি দলের
পুরুষদের হকিতে স্বপ্নভঙ্গ হয়েছে। এবার মহিলা হকিতে রানি রামপলদের ওপর প্রত্যাশা পারদ বেড়েছে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠল ভারতের মহিলা হকি দল।
মহিলা হকি দলের কোচ সুর্ড মারিন ও অধিনায়ক রানি রামপালের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেমিফাইনালে হারলেও ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। কারণ, এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলবেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়েরা। সেই ম্যাচে রানি-গুরজিৎদের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন। বুধবার সকালে প্রথম সেমিফাইনালে যারা নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে পর্যুদস্ত হয়েছে।
লড়াই করেও আর্জেন্তিনার কাছে মহিলা হকির সেমিফাইনালে ২-১ গোলে হেরে গেলেন ভারতের মহিলারা। তবে ব্রোঞ্জ জয়ের সুযোগ পাবেন রানি রামপালরা।
তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে গেল আর্জেন্তিনা।
দ্বিতীয় কোয়ার্টারের শেষে ভারত-আর্জেন্তিনা ম্যাচ ১-১।
পেনাল্টি কর্নার থেকে গোল পরিশোধ করে দিলেন আর্জেন্তিনার অধিনায়ক। ম্যাচের ফল ১-১। দ্বিতীয় কোয়ার্টার চলছে।
মহিলাদের হকি সেমিফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে প্রথম কোয়ার্টারের শেষে এক গোলে এগিয়ে ভারত।
পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দিলেন গুরজিৎ কৌর।
ভারতের একাদশ: সবিতা পুনিয়া (গোলকিপার), দীপ গ্রেস এক্কা, গুরজিৎ কৌর, উদিতা নেহা গয়াল, মোনিকা মালিক, রানি রামপাল (অধিনায়ক), নভনীত কৌর, বন্দনা কাতারিয়া, নভজ্যোৎ কৌর, নিশা.
প্রেক্ষাপট
টোকিও: হকিতে ইতিহাস গড়েছিলেন ভারতের মহিলারা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছিল ভারতের মহিলা হকি দল। সেই অস্ট্রেলিয়া, যারা সোনা জয়ের প্রধান দাবিদার ছিল এবং পুল এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। অগ্নিপরীক্ষার ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। অনেক চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি অস্ট্রেলিয়া।
এই নিয়ে মাত্র তিনবার অলিম্পিক্সে খেলছে ভারতের মহিলা হকি দল। ১৯৮০ সালে রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে খেলা হয়েছিল। চতুর্থ স্থানে শেষ করেছিলেন মহিলারা। এরপর ২০১৬ সালে খেলেছিল ভারত। তবে বলার মতো কিছুই করতে পারেনি। তৃতীয় প্রচেষ্টায় ইতিহাস গড়লেন মহিলারা। কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন বিশ্বের দুই নম্বর দলকে।
এর আগে পুরুষদের হকিতে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। মনপ্রীতদের ৫-২ গোলে হারতে হয় সেমিতে। এবার মহিলাদের হকির দিকেই তাকিয়ে সবাই। ইতিহাস গড়তে পারেন কিনা রানি রামপলরা, তা এখন দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -