টোকিও: অলিম্পিক্সে একদিনে জোড়া পদক ভারতের। কুস্তিতে বজরং পুনিয়ার ব্রোঞ্জের পরেই জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে তিনি সোনা জিতলেন। এবারের অলিম্পিক্সে এই প্রথম সোনা পেল ভারত। পদক সংখ্যা বেড়ে হল ৭।


২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সেটাই এতদিন অলিম্পিক্সে ভারতের একমাত্র ব্যক্তিগত সোনা ছিল। আজ অভিনবর সঙ্গে একাসনে বসে পড়লেন নীরজ। 


স্বাধীন ভারতে এই প্রথম অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক এল। ১২১ বছর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার হার্ডলস ও ২০০ মিটার দৌড়ে রুপো পেয়েছিলেন কলকাতায় জন্মানো নরম্যান প্রিচার্ড। তারপর এই প্রথম অ্যাথলেটিক্সে পদক পেল ভারত। 


আজ ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন। এই থ্রো-ই সোনা এনে দিল। পরের থ্রোগুলিতে দূরত্ব বাড়েনি। তৃতীয় থ্রো ছিল ৭৯.৭৯ মিটারের। তবে তাতে নীরজের সোনা জিততে কোনও সমস্যা হয়নি। 


এই ইভেন্টে রুপো পেয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেখ। তিনি ৮৬.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে রুপো পেয়েছেন। ব্রোঞ্জও পেয়েছে চেক প্রজাতন্ত্র। ৮৫.৪৪ দূরত্বে জ্যাভলিন থ্রো করে ব্রোঞ্জ পেয়েছেন ভিতেস্লাভ ভেসেলি। পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিম এই ইভেন্টে নীরজের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি পাঁচ নম্বরে শেষ করেন। তাঁর সর্বোচ্চ দূরত্ব ৮৪.৬২ মিটার। 


মাত্র ২৩ বছর বয়সেই বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন নীরজ। তাঁর অসামান্য পারফরম্যান্সের সুবাদেই টোকিওতে বেজে উঠল ‘জন-গণ-মন’। হরিয়ানার হরিয়ানার পানিপথের খান্দ্রা গ্রামের ছেলে নীরজ অলিম্পিক্সে দেশকে সাফল্য এনে দিলেন। সোনা জেতার পর থেকেই তিনি অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।