নয়া দিল্লি : অল্পের জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া করেছেন ভারতের অদিতি অশোক। কিন্তু, তাঁর লড়াইয়ে উচ্ছ্বসিত আপামর দেশবাসী। অদিতির ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


অলিম্পিক্সে গল্ফে ইতিহাস গড়ার হাতছানি ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে পদক হাতছাড়া করেন ভারতের অদিতি অশোক। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল রাউন্ডে চার নম্বরেই থামতে হয় ভারতীয় তারকাকে। অল্পের জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া করেন অদিতি। শেষ রাউন্ডে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮। সার্বিকভাবে চার রাউন্ডে তাঁর স্কোর ফিফটিন আন্ডার পার ২৬৯।


এর পরই রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, ভাল খেলেছেন, অদিতি অশোক ! ভারতের আরও এক কন্যা তাঁর ছাপ রাখলেন। আজকের ঐতিহাসিক পারফরম্যান্সের জেরে আপনি ভারতীয় গল্ফকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন। প্রচণ্ড শান্ত হয়ে আপনি খেলেছেন। অনুপ্রেরণামূলক দক্ষতার প্রদর্শনীর জন্য আপনাকে অভিনন্দন। "


অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "ভাল খেলেছেন অদিতি। টোকিওয় আপনি প্রচণ্ড দক্ষতা ও সঙ্কল্প দেখিয়েছেন। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে। যে কোনও ভারতীয়র থেকে এগিয়ে গেছেন । ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।" 


উল্লেখ্য, ভারতীয় পুরুষ দল ৪১ বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ পদক জিতলেও, শুক্রবার সকালে তৃতীয় স্থান নির্ধারক তথা ব্রোঞ্জ জয়ের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে। ঐতিহাসিক পদকজয়ের ম্যাচে হারলেও রানিদের পারফরম্যান্স ভারতীয়দের মনে 'রাজ' করছে। আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্সে কুস্তির ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের ফাইনালে উঠতে পারেননি বজরং পুনিয়াও। এর পর আজ তিনজনকে ঘিরে বাড়তি পদক প্রত্যাশা তৈরি হয়। এর মধ্যে পদক হাতছাড়া করেছেন ভারতের অদিতি অশোক। এছাড়াও আশা রয়েছে নীরজ চোপড়া ও বজরং পুনিয়াকে নিয়ে। ভারতীয় সময় বিকেল সাড়ে ৪ টেয় পুরুষদের জ্যাভলিন থ্রো-র ফাইনালে নামতে চলেছেন নীরজ চোপড়া। যোগ্যতাঅর্জন পর্বে তাঁর দুরন্ত পারফরম্যান্স দেখে পদকের আশায় বুক বাঁধছে আসমুদ্র হিমাচল। দুপুর ৩ টে ১৫ নাগাদ বজরং পুনিয়া নামবেন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে লড়তে।