প্যারিস: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন মনু ভাকের (Manu Bhaker)। প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে একাধিক পদক জিতেছেন তিনি। এবার তাঁর ঘরের ফেরার পেলা।
প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম - দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে এমনিতেই মাইলফলক তৈরি করেছেন মনু ভাকের। স্বাধীন ভারতে আর কোনও অলিম্পিয়ান এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেননি। অলিম্পিক্সে একাধিক পদক জয়ের কৃতিত্বও রয়েছে পিভি সিন্ধুদের মতো গুটিকয়েক তারকার দখলে। সেই তালিকায় নাম লেখানো হয়ে গিয়েছে মনুর। তিনি অল্পের জন্য ইতিহাস গড়তে ব্য়র্থ হয়েছেন। ২৫ মিটার পিস্তলের ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। এক সময় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে শেষমেশ অল্পের জন্য পদকের হ্যাটট্রিক মিস হয় তাঁর। চতুর্থ স্থানের গ্লানির ভাগীদার হন ভারতীয় তরুণী।
তবে ইতিমধ্যেই তাঁর কীর্তিতে গোটা দেশ উচ্ছ্বসিত। প্যারিসে দেশের মুখ উজ্জ্বল করার পর বুধবারই, ৭ অগাস্ট দেশে ফিরছেন ভারতের তারকা অলিম্পিয়ান। নয়া দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সকালই নেমে পড়বেন মনু। সব ঠিকঠাক থাকলে তাঁর সকাল আটটায় দেশে অবতরণ করার নিশ্চিত। টার্মিনাল ৩-র ভিআইপি গেট দিয়ে বের হবেন মনু। মনুর মা সুমেধা ভাকের মেয়ের প্রথম পদক জয়ের পর বলেছিলেন মেয়ে দেশে ফিরলেই তাঁর জন্য বিমানবন্দরে পরোটা করে নিয়ে আসবেন তিনি। দিল্লি বিমানবন্দরে সেই দৃশ্য দেখা যায় কি না, সেইদিকেও থাকবে নজর।
প্রসঙ্গত, মনু অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানেও বড় দায়িত্ব পালন করবেন। হরিয়ানার ২২ বছরের তরুণীকে ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে সমাপ্তি অনুষ্ঠানের মহিলা পতাকাবাহক হিসাবে নির্বাচিত করা হয়েছে। আগামী ১১ অগাস্ট প্যারিসে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে। তাই নিজের অলিম্পিক্স সফর শেষে দেশে ফিরলেও, সম্ভবত ফের একবার প্যারিসে উড়ে যেতে হবে মনুকে। প্রসঙ্গত, মনুর নাম পতাকাবাহক হিসাবে ঘোষণা করা হলেও পুরুষদের হয়ে কে পতাকা বইবেন সমাপ্তি অনুষ্ঠানে, তা আইওসির তরফে এখনও নিশ্চিত করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পদক সুনিশ্চিত করার থেকে মাত্র একধাপ দূরে, সেমিফাইনালে পৌঁছলেন বিনেশ