প্যারিস: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। তারপরেই সরকারিভাবে শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) আসর। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ ভারতের পদকজয়ের যে কয়জন দাবিদার রয়েছেন, তাঁর মধ্যে অন্যতম হলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। সেই লক্ষ্যেই নিজের অনুশীলন শুরু করে দিলেন তারকা ভারতীয় ভারোত্তোলক।


টোকিও অলিম্পিক্সে ভারোত্তোলনে রুপো জিতেছিলেন মীরাবাঈ। ফের একবার তিনি দেশের নাম উজ্বল করবেন বলে আশায় বুক বাঁধছে গোটা দেশবাসী। দ্বিতীয় অলিম্পিক্স পদক জিততে মীরাবাঈ নিজেও মরিয়া। ২৯ বছর বয়সি তারকা অ্যাথলিট ফ্রান্সের লে ফিরতে-মিলনে নিজের অনুশীলন শুরু করে দিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে একেবারে শেষ পর্বের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন অ্যাথলিটরা। মীরাবাঈও নিজেকে প্রস্তুত করতেই ব্যস্ত। তাঁর প্রস্তুতির এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।


নিজের সোশ্যাল মিডিয়ায় তারকা ভারোত্তোলকের একটি ভিডিও শেয়ার করে মনসুখ মাণ্ডব্য লেখেন, 'প্যারিস অলিম্পিক্সের পূর্বে আমাদের টোকিও অলিম্পিক্সে রুপো পদকজয়ী মীরাবাঈ চানুর প্রস্তুতির ঝলক দেখে নিন। সময় এগিয়ে আসছে এবং আমরা সকলেই ভারতের হয়ে গলা ফাটানোর জন্য প্রস্তুত।' 


 






টোকিও অলিম্পিক্সে ৪৯ কেজির ভারোত্তোলন বিভাগে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। গড়েছিলেন ইতিহাস। প্রথম ভারতীয় ভারোত্তোলক হিসাবে অলিম্পিক্সে রুপো জয়ের কৃতিত্ব গড়েন তিনি। মোট ২০২ কেজি ভারোত্তোলন করেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি ভারোত্তোলন করে অলিম্পিক্স রেকর্ডও গড়েছিলেন মীরাবাঈ। তিনি ফের একবার দেশের নাম উজ্জ্বল করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। 


ভারতীয় অ্যাথলিটরা ১৬টি ভিন্ন খেলায় ৬৯টি মেডেলের জন্য লড়াই করবেন। ভারতীয় অ্যাথলিটদের ২৯ জনের দল আগেই ঘোষণা করে হয়েছিল। মীরাবাঈ চানু বাদেও নীরজ চোপড়ারা এই তালিকায় রয়েছেন। ১১৭ জনের ভারতীয় দল গত বারের পদক সংখ্যা ছাপিয়ে গিয়ে নতুন ইতিহাস রচনা করতে পারে কি না, এবার সেটাই দেখার বিষয়।     


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অলিম্পিক্স গেমস ভিলেজে প্রথম দিনেই তারকা সাক্ষাৎ, নাদালের সঙ্গে ছবি শেয়ার সাত্ত্বিকের