প্যারিস: টোকিওয় ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে সোনা জিতেছিলেন। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) এসেছে রুপো। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে জোড় পদকজয়ের নজিরও গড়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাও নিজের পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়ে নিলেন তারকা জ্যাভলিন থ্রোয়ার।


প্যারিসে ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন নীরজ। অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতে নেন পাকিস্তানের আর্শাদ নাদিম। দুই তারকাকে প্রতিযোগিতা শেষে একে অপরকে বাহবা দিতেও দেখা যায়। সম্প্রতি নীরজের এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে উপস্থিত সকলকে নিজের রুপোর পদক দেখানোর পাশাপাশি দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য ক্ষমা চাইতে দেখা যাচ্ছে।


নীরজকে বলতে শোনা যায়, 'বলার মতন তেমন কিছু নেই। তবে আমি আপনাদের দেখাব বলে একটা জিনিস নিয়ে এসেছি। গত বারের মতো জাতীয় সঙ্গীত বাজেনি, সে চেষ্টায় ব্যর্থ হয়েছি আমি, যা ভেবেছিলাম, তেমনটা হয়নি। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে দিনের শেষে পদক তো পদকই। আমি কঠোর পরিশ্রম করেছি। দেশের জন্য পদক জিতে পতাকা কাঁধে নিয়ে ট্র্যাকের চারিদিকে ঘোরার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না।'


 






 


প্রসঙ্গত, অ্যাথলিট হিসাবে নীরজ বিশ্বের সেরাদের মধ্যে তো পড়েনই। তবে মানুষ হিসাবেও তিনি যে কতটা ভাল, তা সম্প্রতি এক ঘটনার মাধ্যমে সহজেই বোঝা গেল। প্রসঙ্গ, প্যারিস অলিম্পিক্সে ভারতের পুরুষ পতাকাবাহক নিয়ে। পুরুষ পতাকাবাহক হওয়ার দৌড়ে ছিলেন দুইজন। নীরজ ও পিআর শ্রীজেশ। শেষমেশ শ্রীজেশকেই বাছা হয়। এই বিষয়ে নীরজকে জিজ্ঞেস করা হলে তিনিও শ্রীজেশের নামই বলেন বলে জানান ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা।


'আমি নীরজ চোপড়ার সঙ্গে কথা বলেছি। ও যেভাবে স্বয়ংক্রিয় এবং সম্মানের সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানে শ্রীজেশকে পতাকা বাহকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ও নিজেই বলে যে আমায় জিজ্ঞেস করলে আমি নিজেই শ্রী ভাইয়ের নাম বলতাম। ভারতীয় ক্রীড়াজগতে শ্রীজেশের অবদানের জন্য তার প্রতি নীরজ যে শ্রদ্ধাশীল, তা এই বিষয়টিই স্পষ্ট করে দেয়।' বলেন তিনি। ঘটনাটি নীরজের উদার মনেরই পরিচয়বাহক।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধ্যানচাঁদকে সম্মান জানানো থেকে ভারত সরকারের সম্বর্ধনা, দেশে ফিরেই হকি তারকাদের ঠাসা কর্মসূচি