নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তিনি। পদক সুনিশ্চিত করার থেকে মাত্র এক ধাপ আগে নিশান্ত দেবের (Nishant Dev) স্বপ্নভঙ্গ হয়। পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মার্কো ভার্দের বিরুদ্ধে পরাজিত হন তিনি। বিচারকরা ৪-১ প্রতিপক্ষের হয়েই রায় দেন। এই সিদ্ধান্ত নিয়ে এবার একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন নিশান্ত। কাঠগড়ায় তুললেন তাঁর ম্যাচে বিচারকদের সিদ্ধান্তকেও।


২৩ বছর বয়সি ভারতীয় বক্সার নিজের হতাশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি যে কী পরিমাণে সততার সঙ্গে কত ঘণ্টা কড়া অনুশীলন সেরেছি, সেই বিষয়ে কারুর কোনও ধারণা নেই। প্রতিদিন এই লক্ষ্যে একটু একটু করে এগিয়েছি, কতই না আত্মত্যাগ করেছি। একটা মুহূর্তেই সবটা আমার থেকে ছিনিয়ে নেওয়া হল। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার থেকে যেন সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আমার প্রতি যে অন্য়ায় হয়েছে, তা আমায় ভীষণ ব্যথিত করেছে। আমার মধ্যে ক্ষোভ, হতাশ এবং দুঃখের সম্মিলিত ঝড় বইছে। এক মুহূর্তেই আমার স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হয়। বিচারকদের সিদ্ধান্তের বেদনাটা যেন আমার সারা শরীরে অনুভূত হচ্ছিল। আমি মেনে নিতে পারছিলাম না।'


তিনি আরও জানান যে এই পরাজয় তাঁকে নতুন উদ্য়মে ফিরে আসার উদ্দেশ্য় দিয়েছে এবং তাঁর ভবিষ্যকের সাফল্যকে আরও মিষ্টিমধুর করে তুলবে। 'আমি হয়তো পদক জিততে পারিনি, কবে জীবনের এক নতুন উদ্দেশ্য, নতুন লক্ষ্য় পেয়েছি। আমার সফর এখানে শেষ হচ্ছে না, বরং এই তো সবে শুরু। আমি আরও কড়া অনুশীলন করব, বুদ্ধিদীপ্তভাবে লড়াই করব এবং আরও ক্ষিপ্র হয়ে ফিরব। এটা আমার অলিম্পিক্স স্বপ্নের সমাপ্তি নয়, বরং ভবিষ্যতের সাফল্যকে এটা আরও মধুর করে তুলবে।' মত ভারতীয় বক্সারের।






ম্যাচের ফল ঘোষণার আগে হাত তুলে উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন নিশান্ত। তিনি ধরেই নিয়েছিলেন যে, তাঁকেই বিজয়ী ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত অবশ্য ফল গেল মার্কোর দিকেই। কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে খালি হাতেই অলিম্পিক্স থেকে ফিরতে হয় ভারতীয় বক্সারকে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক নেটিজেনরাই সরব হয়েছিলেন। এবার নিশান্ত নিজেও তাঁর উষ্মা প্রকাশ করলেন। সেই হার এখনও ভারতীয় বক্সার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: মাত্র পঞ্চম খেলোয়াড় হিসাবে সিঙ্গলসে কেরিয়ার গোল্ডেন স্ল্যামের মালিক জকোভিচ, প্যারিসে জিতলেন সোনা