প্যারিস: অলিম্পিক্সে আশা জ্বালিয়েও হতাশ হয়ে ফিরছেন ভারতের একের পর এক অ্যাথলিট। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ত্রয়োদশ দিনে দাঁড়িয়ে ভারতের প্রাপ্তি বলতে মনু ভাকেরের জোড়া ব্রোঞ্জ ও স্বপ্নিল কুসালের একটি ব্রোঞ্জ পদক। 


বৃহস্পতিবার কি আমন শেরাওয়াতের (Aman Sehrawat) হাত ধরে আর একটি পদক আসবে ভারতের সাফল্যের ঝুলিতে? পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন আমন। বৃহস্পতিবার পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে পৌঁছে গিয়েছেন শেষ চারে। সেই ম্যাচে জিতলেই পদক নিশ্চিত।


তবে পঞ্চম বাছাই আমনের লড়াইটা সহজ নয়। কারণ, সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ জাপানের রেই হিগুচি (Rei Higuchi)। আন্তর্জাতিক কুস্তির আখড়ার খবর যাঁরা রাখেন, তাঁদের কাছে বেশ পরিচিত নাম। ২০১৬  সালে রিও অলিম্পিক্সে রুপোজয়ী। মাত্র ২ মাস আগে, গত জুনেই আমনের সঙ্গে দ্বৈরথ হয়েছিল রেই হিগুচির। সেই ম্যাচে কার্যত দাঁড়াতেই পারেননি ভারতীয় পালোয়ান। হাঙ্গেরি ব়্যাঙ্কিং সিরিজের সেই ম্যাচে ১১-১ ফলে হিগুচি হারান আমনকে। সেদিক থেকে দেখতে গেলে ভারতীয় পালোয়ানের কাছে বৃহস্পতিবার জবাব দেওয়ার ম্যাচও। প্রতিশোধের মঞ্চে কি জ্বলে উঠতে পারবেন আমন?


কাদের ম্যাচ


পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে মুখোমুখি ভারতের আমন শেরাওয়াত ও জাপানের রেই হিগুচি


কখন খেলা


আমন শেরাওয়াত বনাম রেই হিগুচি ম্যাচটি হবে বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৯.৪৫ মিনিটে


কোথায় দেখবেন


ম্যাচটি টিভিতে সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


বৃহস্পতিবার পুরুষদের ৫৭ কেজি বিভাগে প্রথম ম্যাচে পঞ্চম বাছাই আমনের প্রতিপক্ষ ছিলেন নর্থ ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভ (Vladimir Egorov)। সেই ম্যাচে ১০-০ পয়েন্টে জেতেন আমন। টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে ম্যাচে তাঁকে জয়ী ঘোষণা করা হয়। 


কোয়ার্টার ফাইনালে আমনের প্রতিপক্ষ ছিলেন আলবেনিয়ার জ়েলিমখান অ্যাবাকারভ (Zelimkhan Abakarov)। যিনি ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন। সেই ম্যাচেও টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে ১১-০ পয়েন্টে বিজয়ী ঘোষণা করা হয় আমনকে। সেমিফাইনালেও কি চমক দেবেন ভারতের পালোয়ান?






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।