প্যারিস: মরক্কোর বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্তের জেরে ম্যাচ হারতে হয়েছিল। ২ ঘণ্টা পরে গোল বাতিল হওয়ায় তুমুল বিতর্ক বেঁধেছিল। যা নিয়ে ফিফায় পর্যন্ত নালিশ করেছে আর্জেন্তিনা ফুটবল সংস্থা। ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং লিওনেল মেসি (Lionel Messi)।


অলিম্পিক্সের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল নীল-সাদা শিবির। ইরাককে ৩-১ গোলে বিধ্বস্ত করল আর্জেন্তিনা। সেই সঙ্গে গোলপার্থক্যে এগিয়ে গিয়ে গ্রুপ বি-র শীর্ষে উঠে এল লা আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুলল আর্জেন্তিনা (Argentina vs Iraq)। 


অলিম্পিক্সের নিয়ম হল, চারটি গ্রুপ থেকে ২টি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। যদিও প্রথম ম্যাচে বিতর্কিত গোলে মরক্কোর কাছে হেরে যাওয়ার পর আচমকাই আর্জেন্তিনার শেষ আটে ওঠার সম্ভাবনা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। ইরাককে বড় ব্যবধানে হারিয়ে তাই কিছুটা স্বস্তি ফিরল নীল-সাদা শিবিরে। এদিনই অন্য ম্যাচে ডমিনিকান রিপাবলিককে ৩-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে ফেলল স্পেন। এবারই প্রথমবার অলিম্পিক্স ফুটবলে নেমেছে ডমিনিকান রিপাবলিক। অলিম্পিক্সে প্রথম গোলটিও করেছে তারা। তবু ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে রুখতে পারল না তারা। গ্রুপ সি-তে পরপর দু'ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিল স্পেন।


আর্জেন্তিনা ম্যাচের ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায়। গোল করেন থিয়াগো আলমাদা। হুলিয়ান আলভারেজের সাজিয়ে দেওয়া বলে জোরাল ভলিতে গোল করেন আলমাদা। তবে বিরতির আগেই সমতায় ফেরে ইরাক। তাদের অধিনায়ক আইমেন হুসেন দুরন্ত হেডে গোল করে স্কোর ১-১ করে দেন। 


পরিবর্ত হিসাবে নামা লুসিয়ানো গুন্দৌ আর্জেন্তিনাকে ফের গোল করে এগিয়ে দেন। তারপর এজেকুয়েল ফার্নান্দেজ ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিক্সে সোনা জয়ী আর্জেন্তিনার ফুটবলাররা হাসি মুখে মাঠ ছাড়েন।



ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে ২৪ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন ফার্মিন লোপেজ়। গোলকিপারের ভুলে গোল হজম করে ডমিনিকান রিপাবলিক। ৩৮ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান অ্যাঙ্খেল মন্তেস দে ওকা। ৩৮ মিনিটে বড় ধাক্কা খায় ডমিনিকান রিপাবলিক। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এদিসন আজ়কোনা। তারপর আলেহান্দ্রো বায়েনা ও মিগুয়েল গুতিয়ারেজের গোলে জয় নিশ্চিত করে স্পেন।









আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।