প্যারিস: স্যেন নদীর তীরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) শুভসূচনা হয়েছে। শনিবার, ২৭ জুলাই থেকে সরকারিভাবে শুরু হবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। প্রতিযোগিতার প্রথম দিনেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে একগুচ্ছ ভারতীয় তারকাদের। কোর্টে নামবেন রোহন বোপান্না, লক্ষ্য সেনরা। 


প্রতিযোগিতার প্রথম দিনেই সাত সাতটি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে ভারতীয় অ্যাথলিটদের। এগুলির মধ্যে হকি, শ্যুটিং, ব্যাডমিন্টন, টেনিসের মতো খেলাগুলি রয়েছে। প্রথম দিনের লড়াই শুরুর আগে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) সকল অলিম্পিয়ানদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।  



কোথায় দেখবেন খেলা?


স্পোর্টস ১৮-১, স্পোর্টস ১৮-১ এইচডি,  স্পোর্টস ১৮-২ এবং স্পোর্টস ১৮-৩ চ্যানেলে প্যারিস অলম্পিক্সের খেলাগুলির সরাসরি সম্প্রচার হবে।


অনলাইনে কী ভাবে দেখা যাবে অলিম্পিক্স ২০২৪?


যারা টেলিভিশনে দেখতে পারবেন না, তাঁদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। অনলাইনে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা অলিম্পিক্সের মজা উপভোগ করতে পারবেন।


ভারতীয় অ্যাথলিটদের ম্যাচের (ভারতীয়) সময় ও সূচি:-


ভারতীয়দের মধ্যে বলরাজ পাওয়ারকে দুপুর ১২.৩০ রোয়িংয়ে অংশগ্রহণ করতে দেখা যাবে। তিনি পুরুষদের সিঙ্গেলস স্কালস (হিট ১) অংশ নেবেন।


ওই একই সময়ে শ্যুটিংয়ে সন্দীপ সিংহ, এলাভেনিল ভালরিভান, অর্জুন বাবুতা, রমিতা জিন্দালরা ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড দলের যোগ্যতা অর্জন পর্বে নামবেন। এরপরেই হবে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব। সেখানে অর্জুন সিংহ চিমা এবং সরবজ্যোৎ সিংহকে দেখা যাবে। 


মানু ভাকের, রিদম সাঙ্গওয়ানকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে অংশগ্রহণ করতে দেখা যাবে বিকেল ৪টেতে।


পুরুষদের টেনিস ডাবলসে রোহন বোপন্না (Rohan Bopanna) ও শ্রীরাম বালাজি রোল গ্য়ারোজেঁ খেলতে নামবেন। ফ্রান্সের ফ্যাবিয়ান রিবউল এবং এডয়ার্ড রজারের বিরুদ্ধে ভারতীয় তারকাদের ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ৩.৩০টেতে। 


টেবিল টেনিসেও হারমীত দেশাই জর্ডনের ইয়ামান জ়োর আবোর বিরুদ্ধে পুরুষদের সিঙ্গেলসের প্রাথমিক বিভাগের ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচটি হবে সন্ধে ৭টা ১৫ নাগাদ।


সন্ধে ৭টা ১০ নাগাদ তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen, ) কেভিন গুয়া কর্ডনের বিরুদ্ধে পুরুষদের সিঙ্গেলসের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবেন।


ব্যাডমিন্টনের ডাবলস বিভাগে ভারতের পদক জয়ের বড় আশা সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি রাত ৮.৩০টায় ফ্রান্সের লুকাস কর্ভি এবং রোনান লাবারের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অলিম্পিক্স অভিযান শুরু করবেন।


মহিলাদের ডাবলসে অশ্বিনী পোনাপ্পা এবং তনিশা ক্রাস্তোর ম্যআচ কোরিয়ান জুটি কিম সো ইয়েং এবং কং রহি ইয়ং-র বিপরীতে রাত ১১টা ৫০-এ। 


সম্ভবত দিনের সবথেকে প্রত্যাশিত ম্যাচ রাত নয়টায়। টোকিওয় ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় পুরুষ হকি দল (Indian Men's Hockey Team) নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পুল 'বি'-র ম্যাচ দিয়ে নিজেদের লড়াই শুরু করবে।   


৫৪ কেজির বিভাগে ভারতের বক্সার প্রীতি পাওয়ার ভিয়েতনামের ভো থি কিমের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-র ম্যাচ খেলতে নামবেন রাত ১১.৪০ নাগাদ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সাফল্য বদলেছে জীবন, বেড়েছে ব্যস্ততা, অলিম্পিক্সে কি বাজিমাত করতে পারবেন লভলিনা ?