প্যারিস: অলিম্পিক্সে এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে ভারতীয় প্রতিযোগীদের কাছে। মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ২-১ সেটে এগিয়ে থেকেও পরপর দুই সেট হারিয়ে ছিটকে গেলেন ভারতের দীপিকা কুমারী (Deepika Kumari)। খালি হাতেই প্যারিস থেকে ফিরতে হচ্ছে তাঁকে।
এবং দীপিকার হারের পর সবচেয়ে বেশি চর্চা চলছে তাঁর দুটি শট নিয়ে। পাঁচ সেটে মোট ১৫টি তির নিক্ষেপ করার সুযোগ থাকে। দীপিকা বেশিরভাগই হয় ১০ অথবা ৯ পয়েন্ট স্কোর করেন। তবে দ্বিতীয় সেটে একটি ৬ ও চতুর্থ সেটে একটি ৭ পয়েন্ট মারেন। সেখানেই পিছিয়ে পড়েন। ওই দুটি শটেই পদক স্বপ্ন ভেঙে চুরমার হল বাংলার তিরন্দাজ অতনু দাসের স্ত্রীর।
২৮-২৬ পয়েন্টে প্রথম সেট জিতে নিলেন দীপিকা কুমারী। কোরিয়া প্রজাতন্ত্রের নাম সুহিয়ন (Nam Suhyeon) প্রথম সেটে ১০ পয়েন্ট মেরে শুরু করলেও পরপর দুটি ৮ পয়েন্ট মেরে পিছিয়ে পড়েন।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান নাম সুহিয়ন। ২৮-২৫ পয়েন্টে দীপিকাকে হারান তিনি। দ্বিতীয় শটে ৬ স্কোর করে পিছিয়ে পড়েন দীপিকা।
তৃতীয় সেটে দুজনই প্রথম শটে ১০ স্কোর করেন। তবে তৃতীয় শটে ফের ১০ পয়েন্ট স্কোর করে ২৯-২৮ পয়েন্টে তৃতীয় সেট জিতে নেন দীপিকা। তিনটি শটে তিনি মারেন ১০, ৯ ও ১০ পয়েন্ট।
২৯-২৭ পয়েন্টে চতুর্থ সেট জিতে নেন নাম সুহিয়ন। দুজনই প্রথম শটে ১০ স্কোর করেন। তবে দ্বিতীয় শটে ৭ মেরে পিছিয়ে পড়েন দীপিকা। চতুর্থ সেটের পর ফল দাঁড়ায় ৪-৪। ঠিক হয়ে যায় যে, ম্যাচের ফয়সালা হবে পঞ্চম তথা চূড়ান্ত সেটে।
পঞ্চম সেটে ১০ পয়েন্ট মেরে শুরু করেন কোরীয় তিরন্দাজ। তবে দীপিকা পরপর তিনটি শটেই ৯ পয়েন্ট করে মারেন। ২৯-২৭ পয়েন্টে হেরে যান দীপিকা। মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল ভারতীয় তিরন্দাজকে।
আরও পড়ুন: অলিম্পিক্স কোয়ার্টার ফাইনালের শেষে মাঠেই হাতাহাতি আর্জেন্তিনা ও ফ্রান্সের ফুটবলারদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।