প্যারিস: প্যারিস অলিম্পিক্স (Paris Olympics) হকিতে প্রথমবারের জন্য হোঁচট খেল ভারত (India vs Belgium)। বিশ্বের এক নম্বর দল তথা গত অলিম্পিক্সের সোনাজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-২ গোলে পরাজয় হজম করতে হল ভারতকে। চলতি অলিম্পিক্সে ভারতীয় হকি দলের প্রথম হার।
পুল বি-তে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অপরাজিত ছিল ভারত। প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আর্জেন্তিনার সঙ্গে ড্র করেছিল ভারত। তৃতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারান হরমনপ্রীতরা। তবে চতুর্থ ম্যাচে এসে ছন্দপতন ঘটল ভারতের।
বৃহস্পতিবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোল করে এগিয়ে গিয়েছিল ভারত। ম্যাচের বয়স তখন ১৮ মিনিট, গোল করে ভারতকে এগিয়ে দেন অভিষেক। তবে বিরতির পর থিবু স্টকব্রোয়েক্স (Thibeau Stockbroekx) গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান। ম্যাচের ৩৩ মিনিটে গোল করেন তিনি। ৪৪ মিনিটে বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোল করেন জন ডমেন (John Dohmen)। এই জয়ের ফলে পুল বি-র শীর্ষে রইল বেলজিয়াম। প্যারিস অলিম্পিক্সে অপরাজিত রইল হকিতে বিশ্বের এক নম্বর দল।
ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। তবে বৃহস্পতিবার বেলজিয়ামকে হারাতে পারলে পুর বি-র শীর্ষে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। যদিও এদিন রুদ্ধশ্বাস লড়াইয়ের পর একাধিক সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল ভারতীয় হকি দলকে। বিশেষ করে ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সঞ্জয়। তবে সুযোগ নষ্ট করেন তিনি। ধারাবাহিকভাবে বেলজিয়াম বক্সে আক্রমণ তুলে আনলেও সুযোগ নষ্টের কারণে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হল ভারতকে।
আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার, না ফেরার দেশে গায়কোয়াড়, শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।