মুম্বই: নন স্ট্রাইকিং প্রান্তে তাঁর হয়ে লড়াই চালাচ্ছিলেন কপিল দেব, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকারের মতো কিংবদন্তিরা। বন্ধুকে শুধু দায়িত্ব দিয়েছিলেন, তুই লড়াইটা চালিয়ে যা। বাকিটা আমরা সামলে নেব।


হেলমেটহীন অবস্থায় ভয়ঙ্কর ক্যারিবিয়ান পেস আগুন সামলেছেন। কিন্তু মারণরোগ ক্যানসারের কাছে হার মানতে হল অংশুমান গায়কোয়াড়কে (Anshuman Gaekwad)। একদিকে কপিল-গাওস্কররা যখন তাঁর চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করছেন, নিজেদের পেনশন দিয়ে দিচ্ছেন অবলীলায়, তাঁদের চাপে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল, সেই সময়ই জীবনের ইনিংস থেকে রিটায়ার্ড হার্ট, আহত ও অবসৃত গায়কোয়াড়।


 






 






 


দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন গায়কোয়াড়। মাসখানেক আগে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। নিজের শহর বঢোদরাতেই চিকিৎসা চলছিল তাঁর। বুধবার রাতে প্রয়াত হলেন। মৃত্যুকালে গায়কোয়াড়ের বয়স হয়েছিল ৭১ বছর।


২২ বছরের ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন গায়কোয়াড়। কলকাতার সঙ্গেও তাঁর কেরিয়ারের সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে। কারণ ১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। ৪০টি টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন গায়কোয়াড়। টেস্টে সেঞ্চুরি রয়েছে দু’টি, হাফসেঞ্চুরি ১০টি। সর্বোচ্চ ইনিংস ২০১। মোট ১৫টি এক দিনের ম্যাচও খেলেছেন গায়কোয়াড়। ২০.৬৯ গড়ে করেছেন মোট ২৬৯ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬টি ম্যাচে ১২১৩৬ রান করেছেন। সেঞ্চুরি রয়েছে ৩৪টি। ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় দলকে কোচিংও করিয়েছে।


তবে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন। গায়কোয়াড়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বোর্ড সচিব জয় শাহরা।


আরও পড়ুন: এবিপি লাইভের খবর দেখে পাশে সাধারণ মানুষ, শ্রীলঙ্কায় যাচ্ছেন হাওড়ার সোনার মেয়ে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।