প্যারিস: তিনি যে খেলার অঙ্গ, সেই শ্যুটিংয়ে সাফল্যের প্রাথমিক শর্তই হল, স্নায়ুকে শান্ত রাখতে হবে। মনঃসংযোগ বজায় রাখতে হবে। লক্ষ্যে থাকতে হবে অবিচল।


আর যদি সাফল্য এসে ধরা দেয়? তখন তো আবেগ বাঁধ ভাঙবেই। তাও সেই সাফল্য যদি হয় ইতিহাস তৈরি করে, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক্সে (Olympics 2024)। 


নিজের হৃদস্পন্দন যেন নিজেই শুনতে পাচ্ছিলেন স্বপ্নিল। পদক জয়ের পরই তিনি বলেন, 'হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আমি শুধু গ্রুপ আর শ্বাসপ্রশ্বাসের ওপর জোর দিয়েছিলাম।'


কেমন লাগছে অলিম্পিক্স পদক জিতে? স্বপ্নিল বলেছেন, 'দারুণ লাগছে। আবেগপ্রবণ লাগছে। ফেডারেশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকার - সবাই যেভাবে পাশে থেকেছে, আমি কৃতজ্ঞ। চাপ ছিল না। তবে মাথায় ছিল ভারতের জন্য কিছু করতে হবে। এত বছর ধরে পরিশ্রম করছি। ফিরিয়ে দিতেঅ হতো।'


গগন নারাঙ্গ তাঁকে আগলে রেখেছিলেন। স্বপ্নিলের কথায়, 'গগন ভাইয়া অনেকদিন ধরে পাশে থেকেছেন। অনেক ব্যাপারে পরামর্শ দিয়েছেন। কী করতে হবে, কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে, জানিয়েছেন গগন নারাঙ্গ।' যোগ করলেন, 'ফাইনালে স্কোর গুনিনি। শুধু পদ্ধতি অনুসরণ করে গিয়েছি। শুরুর ২-১টি শটের সময় শুধু পয়েন্ট দেখেছিলাম। তারপর থেকে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে ভাল শ্যুটিং করার চেষ্টা করেছি।'


শুনতে শুনতে মনে হবে, মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত কথাও বলেন প্রিয় নায়কের মতো। ধোনির সাফল্যের মন্ত্রই ছিল, পদ্ধতি অনুসরণ করে যাও। স্বপ্নিল বলছেন, 'মাঠে যেমন ধোনি শান্ত থাকেন, আমিও শ্যুটিং রেঞ্জে সেভাবে শান্ত থাকতে চেয়েছিলাম। সকলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। বাবা, মা, ভাই-বোন, পরিবারের সকলকে ধন্যবাদ।'


ফাইনালের প্রস্তুতি কীভাবে নিয়েছিলেন? স্বপ্নিল বলছেন, 'যে রুটিন অনুসরণ করি, সেভাবেই ফাইনালের প্রস্তুতি নিয়েছি। আলাদা কিছু করার চেষ্টা করিনি।'


 






মহারাষ্ট্রের এক প্রত্যন্ত গ্রাম কম্বলওয়াড়ির প্রধান স্বপ্নিলের মা। বাবা ও ভাই স্কুলশিক্ষক। শ্যুটিং রেঞ্জের সকলে মজা করে বলেন, ষড়পঞ্চ কা বেটা! প্রথমবার অলিম্পিক্সে নেমেই ব্রোঞ্জ পদক। লস অ্যাঞ্জেলস পরের অলিম্পিক্সে কি তবে সোনা? স্বপ্নিল বলছেন, 'সোনা জিতব কি না এখন থেকেই বলতে পারছি না, তবে নিজের সেরাটা দেব। সব শ্যুটাররা এখানে পরিবারের মতো থাকি। খাওয়াদাওয়া, প্র্যাক্টিস, সব একসঙ্গে করি। আমাদের শিবিরের আবহ দারুণ। জানি না কীভাবে সেলিব্রেট করব।'


আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার, না ফেরার দেশে গায়কোয়াড়, শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।