প্যারিস: অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের সবথেকে শক্তিশালী পক্ষগুলির একটি শ্যুটিং। সেখানে ইতিমধ্যেই ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছেন মানু ভাকের। এবার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে পৌঁছলেন রমিতা জিন্দাল (Ramita Jindal)। এক নয় অবশ্য দুই দুই ভারতীয় শ্যুটারের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু যেখানে রমিতা শেষের দিকে দুরন্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছলেন, সেখানে শেষ রাউন্ডে ভরাডুবি এলাভেনিল ভালারিভানের (Elavenil Valarivan)। চূড়ান্ত হতাশ করলেন তিনি।
১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বে প্রথম আটজনই ফাইনালে নামার ছাড়পত্র পান। সেখানে ৬৩১.৫ স্কোরের সুবাদে পঞ্চম স্থানে শেষ করলেন রমিতা। অবশ্য শুরু থেকে এলাভেনিলই ভাল পারফর্ম করছিলেন। তিনি একসময় দ্বিতীয় স্থানেও ছিলেন। এমনকী চতুর্থ রাউন্ডের শেষেও ৪২১.৬ স্কোরের সুবাদে চতুর্থ স্থানে ছিলন তিনি। তবে অভাবনীয়ভাবে শেষমেষ আটজনের মধ্যেও থাকতে পারলেন না তিনি। শেষ করলেন দশম স্থানে। তাঁর স্কোর ৬৩০.৭। শেষ রাউন্ডেই তরী ডুবল তাঁর।
এদিকে আজই আবার ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নামছেন আরেক ভারতীয় শ্যুটার মানু ভাকের। শনিবার, ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফর্ম করেন ভারতীয় শ্যুটার। যোগ্যতা অর্জন করে নেন ফাইনালে নামবার। এদিন ছয়টি সিরিজে মানু ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬ ও ৯৬ স্কোর করেন। ২৭ বার বুলস আই মারেন ভারতের ভারতীয় তরুণী। এর জেরেই তিনে জায়গা পেয়ে যান মানু। সাধারণত যেদিন যোগ্যতা অর্জন করার পর্ব আয়োজিত হয়, সেইদিনই পদকের ম্যাচও হয়। কিন্তু এক্ষেত্রে একদিন পর, রবিবার, ২৮ জুলাই সেই ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। মানুসহ আটজন এই ফাইনালে অংশগ্রহণ করবেন এবং প্রথম তিনজন নিয়ম অনুযায়ী পাবেন পদক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্যারিসে ঐতিহাসিক পারফরম্যান্স, রেপেশাঁয় দ্বিতীয় স্থানে শেষ করে রোয়িংয়ে শেষ আটে বলরাজ