প্যারিস: শ্যুটিংয়ে এবারের অলিম্পিক্সে (Olmpics 2024) সবচেয়ে বড় দল গিয়েছে ভারতের। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন মনু ভাকের (Manu Bhaker)। সোমবার সকলের নজর ছিল ভারতের আর এক মহিলা শ্যুটারের দিকে। তিনি, রমিতা জিন্দল (Ramita Jindal)। নয়াদিল্লির শ্যুটারও ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের যোগ্যতা অর্জন করে মনুর সঙ্গে একই আসনে বসে পড়েছিলেন।


কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। সপ্তম স্থান পেলেন রমিতা। সেই সঙ্গে পদক সম্ভাবনাও ধাক্কা খেল। ব্যক্তিগত বিভাগে খালি হাতেই শ্যুটিং রেঞ্জ ছাড়তে হচ্ছে তাঁকে।


গত ২০ বছরে ভারতের দ্বিতীয় মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছেন রমিতা। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে মহিলাদের রাইফেল শ্যুটিংয়ের ফাইনালে খেলেছিলেন সুমা শিরুর। তার ঠিক ২০ বছর পর ফের কোনও ভারতীয় মহিলা শ্যুটার অলিম্পিক্সে রাইফেল শ্যুটিং বিভাগে ফাইনালের টিকিট পেয়েছিলেন। ঘটনাচক্রে, সুমা শিরুর এখন রমিতার কোচও।


 






তবে পারলেন না রমিতা। ফাইনালে একটা সময় ১০.৯ শটও মেরেছিলেন। কিন্তু ফাইনাল যত এগিয়েছে, ততই পিছিয়ে পড়েছেন ভারতীয় শ্যুটার। শেষ পর্যন্ত পেলেন সপ্তম স্থান। সব মিলিয়ে ১৪৫.৩ পয়েন্ট স্কোর করলেন ২০ বছরের ভারতীয় শ্যুটার। যোগ্যতা অর্জনকারী পর্বে পঞ্চম স্থানে শেষ করেছিলেন রমিতা। তারপর থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছিল প্রত্যাশার ফানুস। মনুর পর তিনিও অলিম্পিক্স পদক আনতে পারেন কি না, সেদিকে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু সোমবার ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে পদক জিততে পারলেন না রমিতা।


১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতের অর্জুন সিংহ চিমা ও ও রিদম সাঙ্গওয়ান। তাঁরা যোগ্যতা অর্জনকারী পর্বে পেলেন দশম স্থান।


আরও পড়ুন: বিক্রি হয়ে গেল ইন্ডিয়া সিমেন্টস, ধোনি ও চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ কী?







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।