প্যারিস: ব্যাডমিন্টনে শনিবার ভারতের দিনটি স্মরণীয় হয়ে রইল। পুরুষ সিঙ্গলসে প্রথমবার অলিম্পিক্সে (Paris Olympics 2024) নেমেই মাত্র ৪২ মিনিটে স্ট্রেট গেমে জিতেছেন ভারতের লক্ষ্য সেন। পুরুষদের ডাবলসে দাপট দেখালেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and Chirag Shetty)। যাঁদের এবারের অলিম্পিক্সে পদকের অন্যতম দাবিদার মনে করছেন অনেকে।                


প্রথম রাউন্ডের ম্যাচে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগের সামনে ছিল ফ্রান্সের লুকাস করভি ও রোনাঁ লাবা জুটি। যাঁরা স্থানীয় হওয়ায় দর্শক সমর্থন ছিল তাঁদের দিকেই। পাশাপাশি পরিবেশ-পরিস্থিতির সঙ্গেও তাঁরা অনেক বেশি সড়গড়। লা চ্যাপেল এরেনার এক নম্বর কোর্টে যদিও প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রেখে গেলেন সাত্ত্বিক ও চিরাগ। শেষ পর্যন্ত মাত্র ৪৭ মিনিটে ২১-১৭ ও ২১-১৪ গেমে ম্যাচ জিতে নিলেন।                     


লক্ষ্য সেনও এদিন স্ট্রেট গেমে ম্য়াচ জিতেছেন। চিরাগ-সাত্ত্বিক জুটির বিরুদ্ধে প্রথম গেমের শুরুতেই সার্ভিস ভুল করে পয়েন্ট খোয়ায় ফরাসি জুটি। প্রথম গেমে ২৩ মিনিটে ২১-১৭ ব্যবধানে জেতেন সাত্ত্বিক ও চিরাগ। প্রথম গেমে একটা সময় ১২-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সাত্ত্বিক ও চিরাগ। যাঁরা এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর জুটি। শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে, তাঁদের বোঝাপড়া চমৎকার। রয়েছেন দারুণ ছন্দেও।                  


 






 

দ্বিতীয় গেমে অবশ্য প্রত্যাঘাত করে ফরাসি জুটি। তবে করভি ও রোনাঁ জুটির লড়াই থামিয়ে দিয়ে ২১-১৪ ব্যবধানে জিতে নেন সাত্ত্বিক ও চিরাগ। ২৯ জুলাই জার্মানির মার্ক লামসফাস ও মার্ভিন সিডেলের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবেন সাত্ত্বিক ও চিরাগ।          









আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।