নয়াদিল্লি : করোনা অতিমারীর জেরে বিপর্যস্ত গোটা দুনিয়া। ২০১৯ সালের শেষের দিক থেকে শুরু হয় এই মারণ রোগের প্রকোপ। সংক্রমণের আশঙ্কায় একে একে বন্ধ হতে থাকে স্কুল, কলেজ এবং সেই সমস্ত জায়গা যেখানে অনেক মানুষ এক জায়গায় জড়ো হতে পারেন। শুধু স্কুল, কলেজ কিংবা দর্শনীয় স্থানই নয়, করোনার প্রকোপে এক বছরের জন্য পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক্সও। ২০২০-তে আয়োজিত হওয়ার কথা ছিল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। কিন্তু অতিমারীর কারণে এক বছরের জন্য পিছিয়ে যায় টোকিও অলিম্পিক্স। ২০২০-র পরিবর্তে চলতি বছর অনুষ্ঠিত হয় গেমস। 


গত ২৩ জুলাই আরম্ভ হয়েছিল টোকিও অলিম্পিক্স। আর আজ ৮ অগাস্ট শেষ হল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। অলিম্পিক গেমসের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মুখিয়ে থাকেন প্রত্যেক দেশের খেলোয়াড়রা। অতিমারীর মধ্যেও কীভাবে সুন্দরভাবে অলিম্পিক্সের মতো প্রতিয়োগিতার আয়োজন করা যায়, তা দৃষ্টান্তমূলকভাবে দেখিয়ে দিল জাপান। আর তাই জাপান সরকারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


সোশ্যাল মিডিয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এই অতিমারীর মধ্যেও সুন্দরভাবে অলিম্পিক্স আয়োজন করার জন্য জাপান সরকার এবং জাপানের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই। অবশ্যই টোকিওর মানুষকে। সবাই মিলে সুন্দর একটা গেমস উপহার দিলেন বিশ্বকে।' প্রধানমন্ত্রী আরও লিখেছেন, 'অলিম্পিক গেমস এত সুন্দর করে আয়োজন করে একটা শক্তিশালী বার্তা দেওয়া গিয়েছে। বুঝিয়ে দেওয়া গিয়েছে খেলাধুলো কীভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে তার অস্তিত্বকে আরও বেশি শক্তিশালী করে।'



এবারের অলিম্পিক্সের শুরুতেই মীরাবাঈ চানু ভারোত্তলনে রুপো জিতে গোটা দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। কিন্তু এরপরই আসতে থাকছিল একের পর এক ব্যর্থতার খবর। তারপর সেখান থেকে আবার পদক জিতে দেশবাসীকে গর্বিত করা শুরু করেন ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু থেকে বক্সিংয়ে লভলিনা। এমনকী ৪১ বছর পর অলিম্পিক্স হকি থেকে পদক পেল ভারতীয় পুরুষ হকি দল। পদক পেয়েছেন রবি দাহিয়া, বজরং পুনিয়ারাও। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো-তে জিতেছেন সোনা। অ্যাথলেটিক্স থেকে পদক পাওয়ার আশা অবশেষে পূরণ করেছেন হরিয়ানার নীরজ। সব মিলিয়ে সাতটা পদক পেয়ে এবারের টোকিও অলিম্পিক্স শেষ করল ভারত।