প্যারিস: মাত্র দ্বিতীয় ভারতীয় প্যাডলার হিসাবে সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। হাতছানি ছিল প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে ইতিহাস গড়ার। কিন্তু পারলেন না শ্রীজা আকুলা (Sreeja Akula)। তবে তাঁর লড়াই কিন্তু স্মরণীয় হয়ে থাকবে।


প্যারিসে (Paris Olympics 2024) টেবিল টেনিসে মহিলাদের প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর প্যাডলার, চিনের ইয়াংসুয়া সুনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন শ্রীজা। এমনকী প্রথম দুই গেমে জয়ের দোরগোড়ায়ও পৌঁছে যান ২৬ বছর বয়সি ভারতীয়। তবে বিশ্বের এক নম্বর প্যাডলারের বিরুদ্ধে সাফল্য হাতে আসেনি। সুন কেন বর্তমান বিশ্বের এক নম্বর তা, তিনি প্রমাণ করে দিলেন। শ্রীজার বিরুদ্ধে প্রথম দুই গেমে ৬-১০, ৫-১০ পিছিয়ে পড়েও দুই গেমই জিতে নিলেন। স্ট্রেট গেমে হারালেনও ভারতীয় প্রতিপক্ষকে।


 






 


শ্রীজাকে ১০-১২, ১০-১২, ৮-১১, ৩-১১ স্কোরলাইনে চিনের তারকা প্যাডলারের বিরুদ্ধে পরাজিত হতে হয়। মণিকা বাত্রা আগেই প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। তাই শ্রীজার হারের সঙ্গে সঙ্গেই এবারের মতো প্যারিসে টেবিল টেনিসের সিঙ্গলস বিভাগে ভারতের প্রতিনিধিত্ব শেষ হয়ে গেল। 


প্রথম গেমে শ্রীজা দুরন্তভাবে শুরু করেছিলেন। তাঁর সামনে চার গেম পয়েন্টও ছিল। বিশ্বসেরার বিরুদ্ধে প্রথম গেম জিতলে যে নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়ত, তা বলাই বাহুল্য। তবে সুন নাগাড়ে ছয় পয়েন্ট জিতে নিয়ে গেম নিজের নামে করেন। দ্বিতীয় গেমেও ছবিটা একই ছিল। শ্রীজা দুরন্ত শুরু করেও শেষ করতে ব্যর্থ হন। গেম ফের একবার চলে যায় চিনের প্যাডলারের দখলে। পরের দুই রাউন্ডে তেমনভাবে আর লড়াই করতে পারেননি ভারতীয় প্যাডলার। চিনের প্রতিপক্ষের একের পর ফোরহ্যান্ড ও ব্যাকহান্ডের বিরুদ্ধে রক্ষণাত্মক পরিকল্পনা নিলেও কাজের কাজ হয়নি।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতীয় বক্সারদের সাফল্যের ধারা অব্যাহত, লভলিনার পর অলিম্পিক্সের শেষ আটে পৌঁছলেন নিশান্ত