নয়াদিল্লি: এবারের অলিম্পিক্সেই ভারতের ফল সবচেয়ে ভাল হয়েছে। একটি সোনা সহ সাতটি পদক এসেছে। পাশাপাশি কুস্তিগীর দীপক পুনিয়া, গল্ফার অদিতি অশোক অল্পের জন্য পদক জিততে পারেননি। না হলে টোকিও অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বাড়ত। পদকজয়ীরা সংবর্ধনার জোয়ারে ভেসে যাচ্ছেন। তাঁদের আর্থিক পুরস্কার সহ নানা ধরনের উপহার দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে যাঁরা অল্পের জন্য পদক জিততে পারেননি, তাঁদের জন্যও পুরস্কারের কথা ঘোষণা করল টাটা মোটর্স। অদিতি, দীপকদের অলট্রোজ প্রিমিয়াম হ্যাচ উপহার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
টাটা মোটর্সের আধিকারিক শৈলেশ চন্দ্র জানিয়েছেন, ‘ভারতের জন্য এবারের অলিম্পিক্স পদক জয় ও পোডিয়াম ফিনিশের চেয়ে অনেক বেশি কিছু। যে অ্যাথলিটরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের লড়াই এবং প্রচেষ্টার জন্য আমরা গর্বিত। সারা বিশ্বের সেরা অ্যাথলিদের বিরুদ্ধে অসম্ভব চাপের মুখে লড়াই করে তাঁরা পোডিয়াম ফিনিশের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তাঁরা হয়তো পদক জিততে পারেননি কিন্তু কোটি কোটি ভারতীয়র হৃদয় জিতে নিয়েছেন। তাঁরা দেশের প্রতি নিবেদিত। ভবিষ্যতে ভারতে আরও অনেক অ্যাথলিট তৈরির ক্ষেত্রে তাঁরা সত্যিকারের অনুপ্রেরণা।’
টাটা মোটর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট অ্যাথলিটদের কাছে গাড়ি পৌঁছে দেওয়া হবে। আমরা এই অ্যাথলিটদের সম্মান জানাতে পেরে গর্বিত। তাঁদের সামান্য উপহার দিচ্ছি আমরা।’
অন্যদিকে, টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে গাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। নীরজকে এক্সইউভি৭০০ এসইউভি দেওয়ার কথা ঘোষণা করেছে এই সংস্থা।
সম্প্রতি টাটা মোটর্স থেকে মাহিন্দ্রায় যোগ দিয়েছেন অটোমোটিভ ডিজাইনার প্রতাপ বসু। তিনি জানিয়েছেন, তাঁরা নতুন পরিকল্পনা করছেন। কিছুদিনের মধ্যেই এই পরিকল্পনা প্রকাশ্যে আনা হবে। নীরজকে যে গাড়ি উপহার দেওয়া হবে, সেটির ডিজাইন একদম অন্যরকম হবে।
প্রতাপের এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ প্রতাপের উদ্দেশে পরামর্শ দিচ্ছেন।