টোকিও: প্রথম সেটে প্রতিপক্ষদের দাঁড়াতেই দেননি। সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না প্রথম সেট জিতে নেন ৬-০ ব্যবধানে। তখনও পর্যন্ত সানিয়াদের জয় কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছিলেন সকলে।


কিন্তু তাও ইউক্রেনের দুই বোন লিউদমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনকের কাছে হেরেই গেলেন সানিয়া-অঙ্কিতা। মহিলা ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে গেলেন সানিয়ারা। ছিটকে গেলেন অলিম্পিক্স থেকে। ম্যাচের ফল ৬-০, ৬-৭, ৮-১০।


প্রথম সেট সহজেই জিতে নেন সানিয়ারা। নিজেদের তিনটি সার্ভিস ধরে রাখার পাশপাশি বিপক্ষের তিনটি সার্ভিস ভেঙে দেন তাঁরা। দাপট দেখিয়ে জিতে নেন প্রথম সেট। এবং দ্বিতীয় সেটেও একটা সময় ৫-২ এগিয়ে ছিলেন সানিয়ারা। ঠিক যখন মনে করা হচ্ছে স্ট্রেট সেটে জিতে পরের রাউন্ডে যাবেন সানিয়ারা, তখনই কিচেনক বোনেরা ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেট ৬-৬ করে দেওয়ার পর ৭-৬ ব্যবধানে জিতেও নেয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১০-৮ ব্যবধানে সানিয়াদের হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন কিচেনক বোনেরা।


রবিবার টোকিও অলিম্পিক্সে রোয়িংয়ে চমক ভারতের অর্জুন লাল জাঠ ও অরবিন্দ সিংহের। পুরুষ রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসের (রেপেশাঁ) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি।


সি ফরেস্ট ওয়াটারওয়েতে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে অর্জুন ও অরবিন্দ নিলেন ৬:৫১.৩৬ মিনিট। তৃতীয় স্থানে থেকে রোয়িং শেষ করলেন তাঁরা। পোল্যান্ডের জের্জি কোয়ালস্কি ও আর্টার মিকোলাজেস্কি ৬:৪৩.৪৪ মিনিটে রোয়িং শেষ করে প্রথম স্থান পেয়েছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন স্পেনের কেতানো হোর্তা পোম্বো ও মানেল বালাস্তেগুই। তাঁরা ৬:৪৫.৭১ মিনিটে রেপেশাঁ ২ শেষ করেছেন। আগামী মঙ্গলবার, ২৭ জুলাই সেমিফাইনালে নামবেন অরবিন্দ ও অর্জুন।


পি ভি সিন্ধু রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট গেমে। ২১-৭ ও ২১-১০ গেমে ইসরায়েলের প্রতিপক্ষ সেনিয়া পোলিকারপোভাকে হারালেন সিন্ধু। প্রথম গেম জিততে সময় নিলেন ১৩ মিনিট। দ্বিতীয় গেম জিতলেন ১৬ মিনিটে। সব মিলিয়ে মাত্র ২৯ মিনিটে জিতে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু।


অন্যদিকে, শ্যুটিংয়ে হতাশ করলেন মনু ভাকের ও যশস্বিনী দেশওয়াল। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে পারলেন না কেউই। যোগ্যতা অর্জন পর্বে মনু শেষ করলেন ১২ নম্বরে। যশস্বিনী শেষ করলেন ১৩ নম্বরে।