টোকিও: রুপোলি ঝলকে অভিযান শুরু হলেও তারপর থেকে এখনও পদকতালিকার বহর বাড়েনি। অলিম্পিক্সের পদকতালিকায় ক্রমশ ক্রমতালিকায় নিচের দিকে নামছে ভারত। বুধবার পিভি সিন্ধু, দীপিকা কুমারীদের হাত ধরে সেই সেই গতিপথ পাল্টানোর ইঙ্গিত মিলেছে। যে আবহেই আগামীকাল ফের নতুন আশায় বুক বাঁধছেন ভারতীয়রা। বৃহস্পতিতে বক্সিংয়ে মেরি কম, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু থেকে তিরন্দাজিতে অতনু দাস, গলফে অনির্বাণ লাহিড়ী নামছেন ভারতের প্রতিনিধিত্ব করতে। সাতসকালেই নামছে ভারতীয় হকি দলও। অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত কাটিয়ে উঠে স্পেনকে হারানোর পর এবার মনপ্রীত, শ্রীজেশদের কঠিন বাধা আর্জেন্টিনার বিরুদ্ধে।


আগামীকাল ভোর ৫ টা ২০ মিনিটে রোয়িংয়ের ফাইনালে নামছেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংহের জুটি। ভোর ৬ টা থেকে আর্জেন্টিনার সঙ্গে ভারতীয় পুরুষ হকি দলের পুল-এ-র ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী সাতসকালেই নামছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ডেনমার্কের মিয়া ব্লিচফেডেল্টের বিরুদ্ধে খেলতে নামবেন রিও অলিম্পিকে রুপোজয়ী শাটলার। বুধবারই হংকংয়ের নাং ই-কে ২১-৯, ২১-১৬ ফলে স্ট্রেট সেটে হারিয়ে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সিন্ধু। 


অলিম্পিক্সে ভারতের পদকজয়ের অন্যতম ভরসা মেরি কম আগামীকাল বিকেলের দিকে নামছেন। মহিলাদের ফ্লাইওয়েট বিভাগের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার লোরেনা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে চলেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি। বিকেলে ওমেন্স অল রাউন্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকে নামছেন বাংলার মেয়ে প্রণতি নায়েকও। বিকেল ৪ টে ২০ থেকে। এদিকে, আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন বাংলার তিরন্দাজ অতনু দাসের কাছে। পুরুষদের রাউন্ড অফ ৩২-র যোগ্যতাঅর্জন পর্বে চাইনিজ তাইপেইয়ের ইউ চেং ডেংয়ের বিরুদ্ধে নামবেন অতনু। যে ম্যাচে তিনি জিতলে তার কিছুক্ষণের মধ্যেই খেলতে নামতে হবে রাউন্ড অফ ১৬-র যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে। বাঙালি গলফার অনির্বাণ লাহিড়ী সকালে ৯ টা নাগাদ নামছেন পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে-র প্রথম রাউন্ডে।


এছাড়া পুরুষদের সাঁতারে ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের দ্বিতীয় হিটে নামবেন সজন প্রকাশ। বিকেল ৪ টে ১৫ নাগাদ। সজনই প্রথম সাঁতারু যিনি সরাসরি এ-পর্যায়ে কোয়ালিফাই করে টোকিও-র ছাড়পত্র জোগাড় করেছিলেন। (বিশেষ দ্রষ্টব্য- অলিম্পিক কমিটির নির্দেশমতো কিছুক্ষেত্রে খেলার সময়ে বদল ঘটতে পারে।)