টোকিও: অলিম্পিক্সে পদক তালিকায় ৬৩ নম্বরে রয়েছে ভারত। কিনিয়া, মঙ্গোলিয়া ও পর্তুগালের সঙ্গে যুগ্মভাবে। এখনও পর্যন্ত তিনটি পদক পেয়েছে ভারত। একটি রুপো ও দুটি ব্রোঞ্জ। ভারোত্তোলনে মীরাবাঈ চানু রুপো জিতেছিলেন। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন পি ভি সিন্ধু। বুধবার বক্সিংয়ে ব্রোঞ্জ জিতলেন লভলিনা বড়গোহাঁই। তবে ভারতের চতুর্থ পদকও নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ, কুস্তির ফাইনালে উঠেছেন রবিকুমার দাহিয়া। অন্তত রুপো তিনি পাচ্ছেনই।
টোকিও অলিম্পিক্সে কুস্তির সেমিফাইনালে জিতলেন ভারতের রবি কুমার। কুস্তির ৫৭ কেজি বিভাগে কাজাখস্তানের পালোয়ান নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে জিতলেন তিনি। তবে ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে রবির জন্য। তাঁর মুখোমুখি হবেন টানা দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভ। সেই ম্যাচ জিতলেই সোনা পেয়ে যাবেন রবি। সেক্ষেত্রে পদক তালিকায় অনেকটাই ওপরে উঠে আসবে ভারত।
অলিম্পিক্স পদক তালিকায় ৩২টি সোনা, ২২টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ-সহ মোট ৭০টি পদক জিতে শীর্ষে রয়েছে চিন। তারা কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সোনার পদক চিনের তুলনায় তাদের সাতটি কম। ২৫টি সোনা, ৩০টি রুপো ও ২২টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার দুই নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০টি সোনা সহ মোট ৩৯টি পদক জিতে তালিকায় তিন নম্বরে আয়োজক দেশ জাপান।
বুধবার লড়াই করেও অলিম্পিক্সে মহিলা হকির সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে ২-১ গোলে হেরে গেল ভারতীয় দল। রানি রামপালরা গোল করে শুরুতেই এগিয়ে গিয়েছিলেন। তবে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোল পরিশোধ করে দেয় আর্জেন্তিনা। তৃতীয় কোয়ার্টারে গোল করে ২-১ এগিয়ে যায় আর্জেন্তিনার মহিলা হকি দল। তারপর আর্জেন্তিনা বক্সে মুহূর্মুহূ আক্রমণ তুলে আনলেও গোল শোধ করতে পারেনি ভারত।
তবে সেমিফাইনালে হারলেও ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। কারণ, এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলবেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়েরা। সেই ম্যাচে রানি-গুরজিৎদের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন। বুধবার সকালে প্রথম সেমিফাইনালে যারা নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে পর্যুদস্ত হয়েছে।