Tokyo Olympics 2020 Live: জাপানের আকানে ইমাগুচিকে হারিয়ে সেমিফাইনালে সিন্ধু

কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে মহিলা বক্সিংয় থেকে ছিটকে গেছেন মেরি কম। ১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সজন প্রকাশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Jul 2021 02:56 PM
Tokyo 2020 Update: রেকর্ড গড়ে টেবিল টেনিসে সোনা মা লংয়ের

অলিম্পিক্সে রেকর্ড গড়ে টেবিল টেনিসে সোনা জিতলেন চিনের মা লং। বিশ্বের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে টিটিতে চারটি সোনা জয় মা লংয়ের।

Tokyo Olympics 2020 Live: হকিতে ভারতের সামনে শেষ আটে গ্রেট ব্রিটেন

পুরুষদের হকিতে কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে এবার গ্রেট ব্রিটেন।

Tokyo 2020 Update: সেমিতে সিন্ধুর সামনে চিনা তাইপে প্রতিদ্বন্দ্বী

টানা দ্বিতীয়বার অলিম্পিক্সের সেমিতে জায়গা করে নিয়েছেন পিভি সিন্ধু। এবার শেষ চারে তাঁর প্রতিপক্ষ হতে চলেছেন চিনা তাইপে প্রতিদ্বন্দ্বী তাই য়ু ইং।

Tokyo Olympics 2020 Live: হকিতে জাপানকে ৫-২ গোলে হারিয়ে দিল ভারত

টোকিও অলিম্পিক্সে হকিতে ৫-২ গোলে জয় ভারতের। জাপানকে হারিয়ে পুল এ তে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করল ভারতীয় দল। 

Tokyo 2020 Update: হকিতে জাপানের বিরুদ্ধে ৫-২ গোল এগিয়ে ভারত

জাপানের বিরুদ্ধে অলিম্পিক্স হকিতে ৫-২ গোলে এগিয়ে গেল ভারত। খেলা চলছে চতুর্থ কোয়ার্টারের।

Tokyo Olympics 2020 Live: আবার গোল, হকিতে ব্যবধান বাড়াল ভারত

হকিতে ৪-২ গোলে এগিয়ে ভারতের। জাপানের বিরুদ্ধে দুরন্ত ফর্মে মনপ্রীত বাহিনী।

Tokyo 2020 Update: জেভেরেভের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ জোকোভিচের

অলিম্পিক্সে সিঙ্গলসে অভিযান শেষ জোকোভিচের। আলেকজান্ডার জেভেরভের বিরুদ্ধে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ সার্বিয়ান তারকার।

Tokyo Olympics 2020 Live: হকিতে তৃতীয় কোয়ার্টারে ৩-২ ব্য়বধানে এগিয়ে ভারত

হকিতে তৃতীয় কোয়ার্টারে ৩-২ ব্য়বধানে এগিয়ে ভারত। জাপানের বিরুদ্ধে ম্যাচে লড়ছেন দিলপ্রীতরা। 

Tokyo 2020 Update: হকিতে এগিয়ে ভারত

জাপানের বিরুদ্ধে হকিতে দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে ভারতীয় দল। ২-১ গোলে এগিয়ে মনপ্রীতরা। 

Tokyo Olympics 2020 Live: জাপানের আকানে ইমাগুচিকে হারিয়ে সেমিফাইনালে সিন্ধু

জাপানের আকানে ইমাগুচিকে হারিয়ে সেমিফাইনালে সিন্ধু। ইয়ামগুচিকে ২১-১৩, ২২-২০ ব্যবধানে হারান সিন্ধু।

Tokyo Olympics 2020 Live: কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হার দীপিকার

আশা জাগিয়েও হার দীপিকা কুমারীর। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী আন সানের কাছে ০-৬ ব্যবধানে হার ভারতীয় তিরন্দাজের।  

Tokyo Olympics 2020 Live: হকিতে দুরন্ত জয় ভারতীয় মহিলা দলের, আয়ারল্যান্ডে হারাল ১-০ ব্যবধানে

 তিরন্দাজি, বক্সিংয়ের পর এবার হকি। গ্রুপ স্টেজে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা হকি দল। ১-০ ব্যবধানে আয়ারল্যান্ডকে পরাস্ত করলেন ভারতীয় মহিলারা।

Tokyo Olympics 2020 Live: অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ের সেমিফাইনালে লভলিনা

অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত। বক্সিংয়ের ৬৯ কেজির সেমিফাইনালে লভলিনা। বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনা। ইতিহাস গড়লেন অসমের বক্সার। প্রথমবার অলিম্পিক্সে অংশ নিয়েই পদক নিশ্চিত। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে হারালেন ৪-১ ফলে।

Tokyo Olympics 2020 Live: ৩০০০ মিটার স্টিপলচেজে(পুরুষ) কোয়ালিফাই করতে ব্যর্থ অবিনাশ সাবলে

৩০০০ মিটার স্টিপলচেজে(পুরুষ) কোয়ালিফাই করতে ব্যর্থ অবিনাশ সাবলে

Tokyo Olympics 2020 Live: ২৫ মিটার পিস্তলে ব্যর্থ রাহি সার্নোবাত ও মনু ভাকের

২৫ মিটার পিস্তলে(মহিলা) ফাইনালের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ রাহি সার্নোবাত ও মনু ভাকের। 

Tokyo Olympics 2020 Live: রাশিয়ার সেনিয়া পেরোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দীপিকা

তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী। রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করেন তিনি।

প্রেক্ষাপট

কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে মহিলা বক্সিংয় থেকে ছিটকে গেছেন মেরি কম।


১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সজন প্রকাশ।


বৃহস্পতিবার সকালে টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে নিজের ম্যাচ জিতেছেন সতীশ কুমার। পুরুষদের বক্সিংয়ে ৯১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন তিনি। সতীশ হারান জামাইকার রিকার্ডো ব্রাওনকে। খেলার ফল সতীশের পক্ষে ৪-১। প্রথম থেকে সতর্ক ছিলেন সতীশ। কিন্তু ম্যাচে যত এগােচ্ছিল, ততই ছন্দ ফিরে পাচ্ছিলেন সতীশ। শেষ পর্যন্ত ম্যাচে জয় পান তিনি।


ব্রাওনের খারাপ ফুটওয়ার্কের জন্য সুবিধা পেয়ে যান সতীশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২ বার ব্রোঞ্জ জিতেছেন তিনি। ৩২ বছরের এই ভারতীয় বক্সার প্রথম থেকেই নিজেকে মেলে ধরার চেষ্টা করছিলেন। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন সতীশ।


তিরন্দাজিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন অতনু দাস। এই জয়ের ফলে ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলেন অতনু। এর আগে প্রথম রাউন্ডে অতনুর প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের রুপোজয়ী ডেং ইউং চেং। তাঁর বিরুদ্ধে ৬-৪ পয়েন্টে জিতেছিলেন অতনু। প্রি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও সোনাজয়ী তিরন্দাজ দক্ষিণ কোরিয়ার ওহ জিন হিয়েকের বিরুদ্ধে জয় পেলেন অতনু। তৃতীয় সেটে পিছিয়ে গিয়েও দুর্দান্ত কামব্যাক করেন তিনি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.