Tokyo Olympics 2020 Live: জাপানের আকানে ইমাগুচিকে হারিয়ে সেমিফাইনালে সিন্ধু

কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে মহিলা বক্সিংয় থেকে ছিটকে গেছেন মেরি কম। ১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সজন প্রকাশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Jul 2021 02:56 PM

প্রেক্ষাপট

কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে মহিলা বক্সিংয় থেকে ছিটকে গেছেন মেরি কম।১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সজন প্রকাশ।বৃহস্পতিবার সকালে টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে নিজের ম্যাচ জিতেছেন সতীশ...More

Tokyo 2020 Update: রেকর্ড গড়ে টেবিল টেনিসে সোনা মা লংয়ের

অলিম্পিক্সে রেকর্ড গড়ে টেবিল টেনিসে সোনা জিতলেন চিনের মা লং। বিশ্বের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে টিটিতে চারটি সোনা জয় মা লংয়ের।