Tokyo Olympics 2020 Live: আনুষ্ঠানিকভাবে শেষ টোকিও অলিম্পিক্স, পরের গেমস ২০২৪-এ প্যারিসে

অলিম্পিক্সে নিজেদের শেষ দিনের খেলায় সোনা জিতেছে ভারত। নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন বজরং পুনিয়া।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Aug 2021 06:24 PM

প্রেক্ষাপট

টোকিও: এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক্স থেকে ভারতের সংগ্রহ ১টি সোনা, দু’টি রুপো ও ৪টে ব্রোঞ্জ। পদক তালিকায় ৪৭ নম্বরে ভারত। এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৮টি সোনা, ৩৯টি...More

Tokyo Olympics 2020 Live Updates: শেষ হল টোকিও অলিম্পিক্স

করোনা আবহে টোকিও অলিম্পিক্স আয়োজন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে শেষপর্যন্ত ভালভাবেই শেষ হল অলিম্পিক্স।