Tokyo Olympics 2020 Live: আনুষ্ঠানিকভাবে শেষ টোকিও অলিম্পিক্স, পরের গেমস ২০২৪-এ প্যারিসে
অলিম্পিক্সে নিজেদের শেষ দিনের খেলায় সোনা জিতেছে ভারত। নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন বজরং পুনিয়া।
করোনা আবহে টোকিও অলিম্পিক্স আয়োজন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে শেষপর্যন্ত ভালভাবেই শেষ হল অলিম্পিক্স।
এবারের অলিম্পিক্সে যোগ দেন ২০৫টি দেশের অ্যাথলিটরা। এছাড়া রিফিউজি অলিম্পিক টিমও ছিল। তার মধ্যে ৯৩টি দেশের অ্যাথলিটরা পদক পেয়েছেন।
প্যারিসের মেয়র অ্যান হিদালগোর হাতে অলিম্পিক ফ্ল্যাগ তুলে দিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ।
এবারই অলিম্পিক্সে সবচেয়ে ভাল ফল হয়েছে ভারতের। সে কথা উল্লেখ করে টোকিও অলিম্পিক্সের শেষ দিন ট্যুইট করে ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোট সাতটি পদক নিয়ে পদক তালিকায় ৪৮ নম্বরে ভারত। ১১৩টি পদক নিয়ে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।
সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে টোকিও অলিম্পিক্স। পরের অলিম্পিক্স ২০২৪-এ প্যারিসে।
সব দেশের পতাকাবাহকদের পর এবার স্টেডিয়ামে প্রবেশ করলেন অন্য অ্যাথলিটরা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের মতো সবাই মিলে একসঙ্গে প্রবেশ করেননি।
শেষ হতে চলেছে টোকিও অলিম্পিক্স। চলছে সমাপ্তি অনুষ্ঠান। সব দেশের পতাবাহকরা একে একে আসছেন।
টোকিও অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা হাতে বজরং পুনিয়া। থাকছেন ভারতের ১০ অফিশিয়াল।
হাঁটুর চোটের জন্য অলিম্পিক্সের আগে ম্যাট ট্রেনিং করতে পারেননি বজরং পুনিয়া।
প্রয়াত কিংবদন্তি মিলখা সিংহকে নিজের সোনার পদক উৎসর্গ করলেন নীরজ চোপড়া।
টোকিও অলিম্পিক্সে মহিলাদের ভলিবলে ব্রাজিলকে হারিয়ে সোনা জয় মার্কিন যুক্তরাষ্ট্রের।
গেমস ভিলেজে একসঙ্গে কেক কাটলেন নীরজ চোপড়া, মনপ্রীত সিংহ, রানি রামপাল ও ভারতীয় ক্রীড়াবিদরা।
অলিম্পিক্সে নিজেদের শেষ দিনের খেলায় সোনা জিতেছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
গল্ফে ক্রমতালিকায় ২০০ নম্বরে ছিলেন ভারতের অদিতি অশোক। সেখান থেকে অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করলেন অদিতি।
টোকিও অলিম্পিক্সে এবার ভারতের নজরকাড়া পারফরম্যান্স। ১টি সোনা, ২টো রুপো, ৪টি ব্রোঞ্জ নিয়ে মোট ৭টি পদক ঝুলিতে।
ম্যারাথনে টোকিও অলিম্পিক্সে সোনা জিতলেন কেনিয়ার এলিউড কিপচোগি।
প্রেক্ষাপট
টোকিও: এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক্স থেকে ভারতের সংগ্রহ ১টি সোনা, দু’টি রুপো ও ৪টে ব্রোঞ্জ। পদক তালিকায় ৪৭ নম্বরে ভারত। এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৮টি সোনা, ৩৯টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জের হাত ধরে তাদের মোট পদক সংখ্যা ১১০টি। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তারা সোনা পেয়েছে ৩৮টি, ৩১টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ। মোট পদক ৮৭টি। তবে, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সোনার সংখ্যা সমান। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে আয়োজক দেশ জাপান। তারা সোনা পেয়েছে ২৭টি, ১৪টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ। মোট ৫৮টি পদক জাপানের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -