টোকিও: প্রথমবার অলিম্পিক্স সেমিফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় মহিলা হকি দল। গোটা দেশ অপেক্ষা করেছিল, বুধবার সেমিফাইনাল ম্যাচ জিতে অলিম্পিক্সে প্রথমবার ফাইনালে উঠবেন রানি রামপলরা।


তবে বুধবার সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। আর্জেন্তিনার বিরুদ্ধে লড়াই করেও ২-১ গোলে হেরে গিয়েছে ভারত। তবে মহিলা হকি দলের পারফরম্যান্সের প্রশংসা সর্বস্তরে। বুধবার ম্যাচের পর মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল ও কোচ সুর্ড মারিনের সঙ্গে ফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের পারফরম্য়ান্সের প্রশংসাও করলেন।


জানা গিয়েছে, ভারত-আর্জেন্তিনা ম্যাচ শেষ হওয়ার পর টোকিওয় ভারতীয় শিবিরে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। অধিনায়ক রানি ও কোচ সুর্ডকে তিনি জানান যে, দলের পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত। তিনি এ-ও বলেন যে, মহিলা হকি দলে এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাঁরা ভীষণ পরিশ্রম করেছেন। হারের পর ভেঙে না পড়ে সামনের দিকে তাকানো উচিত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এ-ও বলেন যে, হার জিত তো জীবনের অঙ্গ। তাই হতাশ হওয়ার কোনও কারণ নেই।



লড়াই করেও অলিম্পিক্সে মহিলা হকির সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে ২-১ গোলে হেরে গেল ভারতীয় দল। রানি রামপালরা গোল করে শুরুতেই এগিয়ে গিয়েছিলেন। তবে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোল পরিশোধ করে দেয় আর্জেন্তিনা। তৃতীয় কোয়ার্টারে গোল করে ২-১ এগিয়ে যায় আর্জেন্তিনার মহিলা হকি দল। তারপর আর্জেন্তিনা বক্সে মুহূর্মুহূ আক্রমণ তুলে আনলেও গোল শোধ করতে পারেনি ভারত।


তবে সেমিফাইনালে হারলেও ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। কারণ, এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলবেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়েরা। সেই ম্যাচে রানি-গুরজিৎদের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন। বুধবার সকালে প্রথম সেমিফাইনালে যারা নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে পর্যুদস্ত হয়েছে।


বুধবার ম্যাচের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন গুরজিৎ কৌর। আর্জেন্তিনার অর্ধে তারপর একাধিক আক্রমণ করলেও আর গোলমুখ খুলতে পারেনি ভারত। বরং আর্জেন্তিনা পাল্টা আক্রমণে দুই গোল করে ম্যাচ জিতে নেয়।