টোকিও: কোরিয়ার কাছে স্ট্রেট সেটে হেরে তিরন্দাজিতে স্বপ্নভঙ্গ অতনুদের। তিরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে ভারতকে ৬-০ স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল কোরিয়া।
তিরন্দাজিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মনে করা হয় কোরিয়াকে। আগের রাউন্ডে কাজাখস্তানকে হারিয়ে ভারতীয় পুরুষ দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কোরিয়া জানার পরই সকলে ধরে নিয়েছিলেন যে, কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে অতুন দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইয়ের সামনে।
বাস্তবে হলও তাই। প্রথম সেট থেকে দাপট দেখালেন কোরিয়ার তিরন্দাজরা। প্রথম সেটে ৬টি তির থেকে পরপর ৫টি পারফেক্ট টেন স্কোর করেন কোরীয়রা। ৫৯-৫৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি অতনুরা।
অন্যদিকে, টেবিল টেনিসে আশা জাগিয়েছিলেন। প্রথম রাউন্ডের ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। তাঁকে ঘিরে পদকের স্বপ্ন দেখছিল বাংলা-সহ গোটা দেশ। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হল। মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের ফু ইউয়ের কাছে ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ হেরে বিদায় নিলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়।
সোমবার প্রতিপক্ষের কাছে কার্যত দাঁড়াতেই পারেননি সুতীর্থা। ইউরোপের প্রতিপক্ষদের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড ছিল তাঁর। অলিম্পিক্সের জন্য টোকিও রওনা হওয়ার আগে এবিপি লাইভকে বাংলার মেয়ে বলে গিয়েছিলেন যে, মূলত কোরিয়া, জাপান, চিন ও চিনা তাইপের প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত পর্তুগালের প্রতিপক্ষের কাছে হারতে হল তাঁকে।
সোমবার টেবিল টেনিসে ভারতের শুরুটা ভাল হয়েছিল। পুরুষ বিভাগের সিঙ্গলসে পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের শরথ কমল।
সোমবার শরথের শুরুটা ভাল হয়নি। প্রথম গেম ২-১১ ব্যবধানে হেরে যান ভারতীয় প্যাডলার। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান শরথ। পরের দুটি গেম জিতে নেন তিনি। এগিয়ে যান ২-১ গেমে। তবে বেস্ট অফ সেভেন গেমের ম্যাচে ফের লড়াইয়ে ফেরেন থিয়াগো। চতুর্থ গেম জিতে নিয়ে ২-২ করেন তিনি। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং স্নায়ুর চাপ সামলে পরের দুটি গেম জিতে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন শরথ।