টোকিও: ইতিহাসে নাম তুলে ফেললেন পি ভি সিন্ধু। দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে জোড়া অলিম্পিক্স পদক জিতলেন। আর পুরুষ ও মহিলা মিলিয়ে ধরলে দ্বিতীয় হিসাবে দুটো অলিম্পিক্স পদক। সিন্ধুর আগে একমাত্র কুস্তিগীর সুশীল কুমারের যে কীর্তি রয়েছে।


রবিবার ভারতীয় সময় সন্ধেবেলা ব্রোঞ্জ পদকের ম্যাচে চিনের প্রতিপক্ষ হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে দিতেই অভিনন্দনবার্তায় ভাসলেন সিন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, টোকিও অলিম্পিক্স থেকে রুপো জিতে ফেরা ভারোত্তোলক মীরাবাঈ চানু, কে নেই অভিনন্দন প্রেরকের তালিকায়?


ব্রোঞ্জ জয়ের পর অভিনন্দন বার্তায় ভাসছেন সিন্ধু। তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, 'আপনার অনবদ্য পারফরম্যান্সে উচ্ছ্বসিত। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের শুভেচ্ছা। আমাদের দেশের গর্ব সিন্ধু, অসাধারণ অলিম্পিয়ানদের মধ্যে একজন।'



রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট করেছেন, 'দেশের প্রথম মহিলা হিসাবে পরপর দুটি অলিম্পক্সে পদক জিতলেন সিন্ধু। ধারাবাহিকতা, নিষ্ঠা ও সাধনার নতুন উদাহরণ তৈরি করলেন উনি। ভারতকে গৌরব এনে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন।'



মীরাবাঈ চানু ট্যুইট করেছেন, 'টোকিও অলিম্পিক্সে পদক জেতার জন্য অনেক শুভেচ্ছা সিন্ধু।'



ক্রিকেটার শিখর ধবনের ট্যুইট, 'অভিনন্দন। কী দুর্দান্ত লড়াকু তুমি। গোটা দেশকে গর্বিত করেছো।'



দীনেশ কার্তিকের ট্যুইট, 'তোমাকে সেলাম। অনবদ্য পারফরম্যান্স। পরপর দুটি অলিম্পিক্সে পদক জেতা মুখের কথা নয়।'



রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্সের ভল্টে চতুর্থ স্থানাধিকারী দীপা কর্মকারের ট্যুইট, 'অলিম্পিক্স পদকের জন্য অভিনন্দন। তুমি আমাদের সকলের অনুপ্রেরণা।'



অলিম্পিক্সে পদকজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা সিন্ধুর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন। সেই চিঠির ছবি তিনি ট্যুইটও করেছেন। বিন্দার লিখেছেন, 'আমাদের দেশের খুব কম অ্যাথলিটের তোমার মতো সাফল্য অর্জনের সৌভাগ্য হয়েছে। দেশকে যা আনন্দ দিয়েছো তার জন্য ধন্যবাদ।'


ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে অনিল কুম্বলে, ঋদ্ধিমান সাহা, ক্রুণাল পাণ্ড্য, সাক্ষী মালিক, গৌতম গম্ভীররাও অবিনন্দন জানিয়েছেন সিন্ধুকে।