প্যারিস: গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর শেষ হয়েছে। তবে প্যারিসে ক্রীড়া উৎসব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। অলিম্পিক্সের ভেন্যু প্যারিসেই বসতে চলেছে প্যারালিম্পিক্সের (Paralympics 2024) আসর। এই মাসেই শুরু হবে প্রতিযোগিতা। হাতে বাকি রয়েছে মাত্র কয়েকটা দিন।


এই প্রথমবার প্যারিসে প্যারালিম্পক্সের আসর বসতে চলেছে। অবশ্য ফ্রান্স কিন্তু এটা প্রথম নয়। এর আগেও ১৯৯২ সালে ফ্রান্সে প্যারালিম্পিক্সের আসর বসেছিল। তবে সেবার প্যারিসে সেটা আয়োজিত হয়নি। এবার হবে। ২২টি খেলায় ৫৪৯টি ইভেন্টে এবার ৪৪০০ জন প্যারা অ্যাথলিট প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন। ১১ দিন ধরে চলবে এই মেগা ইভেন্ট। কবে থেকে বসবে প্যারালিম্পিক্সের আসর? কোথায়ই বা দেখবেন প্রতিযোগিতা?


কবে শুরু প্যারালিম্পিক্স?


এ মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে প্য়ারালিম্পক্সের লড়াই। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।


কোথায় দেখা যাবে প্যারালিম্পিক্সের লড়াই?


স্পোর্টস ১৮-এ অলিম্পিক্স দেখা গেলেও, দুর্ভাগ্যবশত ভারতে প্য়ারালিম্পিক্স দেখানোর এখনও পর্যন্ত কোনও ব্রডকাস্টারের নাম ঘোষণা হয়নি।


কোন ওয়েবসাইটে দেখা যাবে প্যারালিম্পিক্স?


প্যারালিম্পিক্সের সরকারি ইউটিউব চ্যানেল ও আন্তর্জাতির প্যারালিম্পিক্স কমিটির ওয়েবসাইট মারফৎ এই প্রতিযোগিতার সমস্ত খবরা খবর জানা যাবে।  


এই প্যারালিম্পিক্স শুরুর আগেই কিন্তু ভারত বড় ধাক্কা খেয়েছে। ভারতের হয়ে এবারের প্যারালিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে পারবেন না গত বার টোকিওয় সোনাজয়ী প্রমোদ ভগৎ। বিডব্লুএফের অ্যান্টি ডোপিং নিয়মে ব্যর্থ হওয়ায় ১৮ মাসের জন্য নির্বাসিত করা হল ভারতীয় তারকা প্যারাঅলিম্পিয়ানকে।


টোকিওয় প্রথমবার প্যারাঅলিম্পিক্সে ব্যাডমিন্টনের অন্তর্ভুক্তি হয়েছিল। আর প্রথমবারেই সোনা জিতে নিয়েছিলেন প্রমোদ। প্যারিসেও স্বাভাবিকভাবেই ভারতের হয়ে পদকজয়ের বড় দাবিদার ছিলেন প্রমোদ। কিন্তু অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন করায় তাঁর শাস্তি হল। ব্যাডমিন্টনের সর্বোচ্চ সংস্থা বিডব্লুএফের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার বাইরে থাকার সময় ডোপ পরীক্ষা করার জন্য কোনও অ্যাথলিট কোথায় রয়েছেন, সেই জায়গার বিস্তর বিবরণ দিতে হয়। এটি অ্যান্টি ডোপিং নিয়মের এটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এমনটা না করলে, নির্বাসিত পর্যন্ত হতে হয়। যেমনটা প্রমোদের ক্ষেত্রে হল।


১ লা মার্চ থেকে তাঁর নির্বাসনের সময়কাল শুরু হবে। সেখান থেকে ১৮ মাস অর্থাৎ পরের বছরের সেপ্টেম্বরে গিয়ে ভারতীয় শাটলারের নির্বাসন উঠবে। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসও এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর আপিল নাকচ করে দিয়েছে। তাই প্রমোদের প্যারিসে অংশগ্রহণ করার আর কোনও সম্ভাবনাই রইল না। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ফের পিছিয়ে গেল ঘোষণা, বিনেশ ফোগতের অলিম্পিক্স পদক প্রাপ্তি নিয়ে রায় জানা যাবে কবে?