নয়াদিল্লি: টেলিভিশন চ্যাট শো-তে আপত্তিকর মন্তব্যের জন্য ভারতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ড্য ও কে এল রাহুলকে সাক্ষ্য দিতে নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই ওম্বুডসম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) ডি কে জৈন।
কফি উইথ কর্ণ নামে অনুষ্ঠানে বেফাঁস মন্তব্যের জন্য বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ) সাময়িকভাবে হার্দিক ও রাহুলকে সাসপেন্ড করেছিল। পরে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই সাসপেনশন তুলে নেওয়া হয়।
বিচারপতি জৈন বলেছেন, গত সপ্তাহে তিনি হার্দিক ও রাহুলকে সাক্ষ্য দিতে হাজিরার জন্য নোটিশ জারি করেছেন।
তবে আইপিএল চলাকালে সাক্ষ্যদানের ব্যবস্থা নিয়ে হার্দিক ও রাহুলের সংশ্লিষ্ট দুই ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে বোর্ড কীভাবে সমন্বয় করবে, তা স্পষ্ট নয়। তবে জানা গেছে, আগামী ১১ এপ্রিল মুম্বইয়ে দুই দলের ম্যাচের পর তাঁদের সাক্ষ্য নেওয়া হতে পারে।
বোর্ডের এক আধিকারিক বলেছেন, দুজনেই আইপিএলে খেলছেন। ক্রীড়াসূচিও বেশ ঠাসা।
ওম্বুডসম্যান বোর্ডের অস্থায়ী এথিক্স অফিসারও। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বিষয়টির যথাযথ নিষ্পত্তির জন্য দুই খেলোয়াড়ের সাক্ষ্যদান প্রয়োজন। বিচার প্রক্রিয়ায় নীতি হিসেবে তিনি দুই খেলোয়াড়ের বক্তব্য শুনতে চান। এ ব্যাপারে কখন দুই ক্রিকেটার হাজিরা দিতে পারবেন, বিষয়টি তাঁদেরকেই স্থির করতে হবে।
জানা গেছে, দুই খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে।