নয়া দিল্লি : দীর্ঘ যাত্রাপথ। একের পর এক সাফল্য কেরিয়ারে। এহেন মহেন্দ্র সিংহ ধোনির(Mahendra Singh Dhoni) আজকের দিনেই অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে।


চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় মাহির। কিন্তু, স্কোরবোর্ডে কোনও রান না তুলেই আউট হয়ে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই তাঁকে রান আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাপস বৈশ্য ও খালেদ মাসুদ। 


যদিও পরবর্তীকালে নিজেকে আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা ফিনাশারে পরিণত করে তোলেন মাহি। শুধু তাই নয়, তাঁর তীক্ষ্ণ ক্রিকেট মস্তিষ্ক ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। গত বছর ১৫ অগাস্ট এহেন আন্তর্জাতিক ক্রিকেট(international Cricket) কেরিয়ারের পরিসমাপ্তি ঘোষণা করে অবসর নেন ধোনি। ক্রিকেটের দীর্ঘমেয়াদি ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন আগেই। ২০১৪ সালের ডিসেম্বর মাসে।


আরও পড়ুন ; ভারতীয় দলের মেন্টর হওয়ার জন্য কোনও সাম্মানিক চাননি ধোনি : জয় শাহ


বিশ্ব ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক ধোনি। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে বিশ্বকাপ জেতে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি২০ বিশ্বকাপে প্রথম এডিশনেও ভারত জেতে তাঁর নেতৃত্বেই। ২০১৩ সালে ইংল্যান্ডে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। আর এর সাথে সাথে ধোনিই প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দল তিন ধরনের আইসিসি ট্রফিই জিতেছে। 


সীমিত ওভারের ফরম্যাটে তাঁর দাপট প্রশংসীয় কুড়িয়েছে প্রচুর। তাঁর নেতৃত্বেই ভারত ২০০৯ সালে টেস্টে এক নম্বর দলে পরিণত হয়। ৬০০ দিনের বেশি সেই পজিশন ধরে রাখে দল। তাঁর নেতৃত্বে ভারতে ঘরের মাঠে ২১টি টেস্ট ম্যাচ জিতেছে। যা কোনও ভারতীয় অধিনায়কের সর্বাধিক।   


আইসিসি-র তথ্য অনুযায়ী, একদিনের ক্রিকেটে ৬৫৬ দিন এক নম্বর ব্যাটসম্যান থেকেছেন ধোনি। ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে এই সাফল্য। এছাড়া ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন।